বিশেষ সংবাদদাতা, মাদ্রিদ: শুধু ফুটবলের জন্য মউ স্বাক্ষর নয়, এবার শিক্ষাক্ষেত্রেও মউ (MoU-Education) স্বাক্ষরিত হল মাদ্রিদে। শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে স্পেনের ডলিড বিশ্ববিদ্যালয় ও কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর হল। এদিনের শিল্প সম্মেলনে যা উল্লেখযোগ্য ঘটনা হিসেবেই নজর কেড়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের ‘বিনিময়’ শীর্ষক চুক্তিতে সিস্টার নিবেদিতার পক্ষে আচার্য সত্যম রায়চৌধুরী ও ডলিডের তরফে গুলেরামা রডড্রিগো মার্টিন সই করেন। এই চুক্তি অনুযায়ী ছাত্র-ছাত্রী, গবেষক এবং ফ্যাকাল্টি বিনিময় করবে দুই আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষরের পর একথা জানিয়েছেন সত্যম রায়চৌধুরী। তিনি বলেন, বাংলার মেধা ও গবেষকরদের খুবই শ্রদ্ধা করে ও গুরুত্ব দেয় স্পেনীয়রা। মউ মেনে আমাদের ফ্যাকাল্টি ও গবেষকরা যেমন শিক্ষার নানা কার্যক্রম স্পেনে যাবেন, তেমনই মাদ্রিদ থেকেও শিক্ষক-ছাত্ররা কলকাতায় আসবে। শুক্রবার চুক্তি স্বাক্ষরের (MoU-Education) পর গেস্ট লেকচারার হিসাবে স্প্যানিশ শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছে ডলিড বিশ্ববিদ্যালয়। ডলিডের শীর্ষকর্তা রডড্রিগো মার্টিন বলেন, আমরাও গুরুত্ব সহকারে রবীন্দ্রচর্চা করি, আমাদেরও পৃথক রবীন্দ্র গবেষণার বিভাগ আছে। কবির লেখা বহু অনুবাদ গ্রন্থ আমরা সংরক্ষণ করি। শুধু তাই নয়, একটি বড় সংগ্রহশালাও রয়েছে আমাদের। তাঁর সংযোজন, পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যচর্চা নিয়ে স্পেনীয়দের আগ্রহ রয়েছে। সত্যমও জানিয়ে দেন, রবীন্দ্রচর্চা ও গবেষণার কাজেও আমরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন করতে চাই।