সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজ রিয়েল মাদ্রিদে মাঠ দেখতে যাবেন মুখ্যমন্ত্রী, কলকাতা আসছেন লিওনেল মেসি

Must read

কুণাল ঘোষ, মাদ্রিদ (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): বঙ্গবাসীর জন্য সুখবর। কলকাতায় আসছেন লিও মেসি। বাংলার আপামর ক্রীড়াপ্রেমীর কাছে মেসি দর্শন হাতে চাঁদ পাওয়ার থেকে কোনও অংশে কম নয়। লা লিগার হাত ধরে প্রায় ১২ বছর পর আবার কলকাতায় আসছেন বিশ্ব ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। শুক্রবার মাদ্রিদে শিল্প সম্মেলনের ফাঁকে নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata banerjee)।
২০১১ সালের ২ সেপ্টেম্বর তিলোত্তমা কলকাতায় পা রেখেছিলেন তিনি। বিশ্বকাপ জয়ী মেসিকে দেখা যাবে কলকাতা বা রাজ্যের কোনও স্টেডিয়ামে। লা-লিগা কলকাতায় তাদের অ্যাকাডেমির জন্য এতটাই উৎসাহী যে, তারা একটি ডেডিকেটেড স্টেডিয়াম চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই তার বন্দোবস্তের কাজ শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এই অ্যাকাডেমি শুরুর মুহূর্তেই লিও মেসিকে নিয়ে কলকাতায় আসবেন লা-লিগার বিশেষজ্ঞ ও কর্তাব্যক্তিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আগামী এক – দু’মাসের মধ্যে কলকাতায় লা-লিগা তাদের অ্যাকাডেমি শুরু করে দিতে পারবে বলে আশা করি। কোনও সমস্যা হবে না। আমরা সব ব্যবস্থা করে দেব।
লিও মেসি কলকাতায় আসবেন, এ-খবর পাওয়ামাত্রই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী (CM mamata banerjee) ও স্পেন সফররত গোটা টিম। স্বাভাবিক ভাবেই মেসি যেদিন কলকাতায় আসবেন, সেদিন আবারও ভিড়ের ঢেউ আছড়ে পড়বে মহানগরীর বুকে। আবার শীর্ষ পর্যায়ে পৌঁছবে বাংলার ফুটবল।
আজ, শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিয়েল মাদ্রিদ ক্লাব ও মাঠ দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখবেন আন্তর্জাতিক মানের এই ক্লাবের যাবতীয় পরিকাঠামো। কলকাতা ও বাংলার ফুটবলের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্পেন সফরে যাওয়া তিন প্রধান ক্লাবের কর্মকর্তারা।

আরও পড়ুন- বাংলায় ইস্পাত কারখানা করেছি আপনারাও লগ্নি করুন : সৌরভ

Latest article