হেরে বিশ্বকাপের দোহাই রোহিতের

Must read

কলম্বো: তিনি বললেন বিগ পিকচার মাথায় রাখতে হয়েছিল। বুঝতে অসুবিধা নেই রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্বকাপের কথা বলেছেন। বললেন, চেষ্টা করেছি কয়েকজনকে গেমটাইম দিতে।
প্রশ্ন করাই যেত, তাহলে তিলক ভার্মা কেন? তিনি কোন বিশ্বকাপ দলে আছেন? এগারো বছর পর এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারাল। আর সেটা এমন এক ম্যাচে, যেখানে প্রথম দলের পাঁচজনকে বাইরে রাখা হয়েছিল। বিরাট, বুমরা, হার্দিক, কুলদীপ কেউ শুক্রবারের ম্যাচে খেলেননি। এঁদের বিশ্রাম দেওয়া হয়। শাস্ত্রী বলেছেন, বাংলাদেশের তিন উইকেট দ্রুত ফেলে দেওয়ার পর চাপ রাখতে কুলদীপকে দরকার ছিল । তিনি না থাকায় রানটা ২৬৫ পর্যন্ত উঠে গেল।
রোহিত (Rohit Sharma) শুভমনের প্রশংসা করলেন। করারই কথা। বললেন, ও পরিষ্কার একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামে। রোহিত আলাদা করে বললেন অক্ষর প্যাটেলের নামও। চাপের মুখে অক্ষরের ইনিংস ভারতকে প্রায় জয়ের সামনে নিয়ে গিয়েছিল। শুধু শেষরক্ষা হল না।
ওয়েস্ট ইন্ডিজে রোহিত-বিরাট দলে থেকেও একদিনের সিরিজে কার্যত খেলেননি। তখন নাকি নতুনদের দেখে নেওয়ার পালা চলছিল! ওঁরা যদি না-ই খেলবেন, তাহলে টেস্ট সিরিজের পর দেশে ফেরত পাঠিয়ে দিলেই তো হত! একই ঘটনা ঘটল কলম্বোতে। বিরাট কোহলি জল নিয়ে মাঠে নামলেন। তিনি যদি সেটা না করে ব্যাট হাতে নামতেন, তাহলে হয়তো ভারতকে হারতে হত না।

আরও পড়ুন- সবুজ-মেরুন উদ্যোগ, যুবভারতীতে ১৮৮৯ ও ১৯১১ স্ট্যান্ড

Latest article