শিল্পপতিরা বললেন পাল্টে গিয়েছে বাংলা

Must read

অদিতি গায়েন, মাদ্রিদ (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): মাদ্রিদে (Madrid) বসে বাংলার প্রতিনিধি দলে থাকা শিল্পপতিরা স্পষ্ট ভাষায় জানালেন, পাল্টে গিয়েছে বাংলা (West Bengal)। এ বাংলার নাম আর ওয়েস্ট বেঙ্গল নয়, বেস্ট বেঙ্গল। হাততালির ঝড় ওঠে সম্মেলনের প্রেক্ষাগৃহে। আসলে সৌরভ এবং মুখ্যমন্ত্রী তো রয়েছেনই, শিল্প-সম্মেলনে আসল সুরটা বেঁধে দিলেন বাংলা থেকে আসা শিল্পপতিরা। ছিলেন তরুণ ঝুনঝুনওয়ালা, আদিত্য আগরওয়াল, উমেশ চৌধুরী, শাশ্বত গোয়েঙ্কা, প্রশান্ত মোদি-সহ বিশিষ্টরা। রিলিয়েন্স সংস্থার কর্তা তরুন ঝুনঝুনওয়ালা বলেন, আমাদের চেয়ারম্যান বাংলার পক্ষে, বাংলায় ব্যবসা করার পক্ষে। যতদিন যাবে ব্যবসার পরিমাণ বাড়বে। তাঁর কথায়, বাংলা এখন ওয়েস্ট বেঙ্গল নয়, বেস্ট বেঙ্গল নামে পরিচিত। আবার সঞ্জীব গোয়েঙ্কা-পুত্র শাশ্বত বললেন, তিন পুরুষ ধরে ব্যবসা। কোনওদিন কোনও জায়গায় অসুবিধে থাকলে সামনে বসে মিটিয়ে নেওয়া গিয়েছে। বাংলায় এখন লকআউট নেই। বাংলায় ধর্মঘট হয় না। বাংলায় বন্‌ধ হয় না। বাংলায় কর্মদিবস নষ্ট হয় না। অন্যদিকে ঊমেশ চৌধুরী মানবিক মুখ্যমন্ত্রীকে সামনে নিয়ে এসেছেন। বললেন, অভিভাবক এবং গাইডের ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কোথাও কোনও অসুবিধে হলে তিনি সামনে থেকে দাঁড়িয়ে সমাধান করেছেন। এখানেই অন্য অনেকের থেকে বাংলা অন্যরকম। বাংলার শিল্পপতিদের কথা শুনে অনুপ্রাণিত স্পেনের (Spain) লগ্নিকারীরা। বলেছেন, আমাদের কাছেও পাল্টে যাওয়ার খবর আছে। নিশ্চিত থাকুন বাংলা এবার আমাদের লগ্নির ম্যাপের মধ্যে চলে এল।

আরও পড়ুন- বাংলায় ইস্পাত কারখানা করেছি আপনারাও লগ্নি করুন : সৌরভ

Latest article