সবুজ-মেরুন উদ্যোগ, যুবভারতীতে ১৮৮৯ ও ১৯১১ স্ট্যান্ড

Must read

প্রতিবেদন : অভিনব উদ্যোগ নিয়ে শতাব্দীপ্রাচীন মোহনবাগান (Mohun Bagan Super Giants) ক্লাবের ইতিহাসকে সম্মান জানাল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগান সুপারজায়ান্টের সিদ্ধান্ত, যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্লাবের ইতিহাসকে স্মরণ করে দু’টি স্ট্যান্ড থাকবে। স্টেডিয়ামের পূর্ব প্রান্তে ১৯১১ স্ট্যান্ড এবং উত্তর দিকে ক্লাবের প্রতিষ্ঠাদিবসের নামে ১৮৮৯ স্ট্যান্ড। ঐতিহাসিক এই স্ট্যান্ডে বসে প্রিয় দলের সব খেলা দেখার সুযোগ পেতে চলেছেন সবুজ-মেরুন সমর্থকরা।
ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ১৯১১ সালে শিল্ডজয়ী মোহনবাগানের (Mohun Bagan Super Giants) অমরএকাদশের স্মৃতিতে যুবভারতীতে স্ট্যান্ড। রাজ্য সরকারের আওতায় থাকা দেশের সেরা স্টেডিয়ামে ক্লাবের ইতিহাসকে স্মরণ করে এমন উদ্যোগ আগে নেয়নি মোহনবাগান বা ইস্টবেঙ্গল ক্লাব। সবুজ-মেরুনের ফুটবলের দায়িত্বে থাকা কোম্পানি মোহনবাগান সুপারজায়ান্ট অভিনব উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করল। দু’টি স্ট্যান্ডের মিডল টিয়ারের টিকিটের দাম হচ্ছে ১০০ টাকা। লোয়ার টিয়ারের টিকিটের দাম ধার্য হয়েছে ৫০ টাকা এবং আপার টিয়ারের টিকিটের দাম ১৫০ টাকা। ক্লাবের ইতিহাসকে সম্মান জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন মোহনবাগান সুপারজায়ান্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রাক্তনরা। ক্লাবের কর্মসমিতির সদস্য ঘরের ছেলে মানস ভট্টাচার্য বলেছেন, ‘‘খুব ভাল উদ্যোগ মোহনবাগান সুপারজায়ান্টের। ক্লাবের ইতিহাসের সঙ্গে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়ার সুযোগ। তাছাড়া এবার সিদ্ধান্তই হয়েছে, বিনামূল্যের টিকিট নয়, টিকিট কেটেই আইএসএলের ম্যাচ দেখতে হবে।’’

আরও পড়ুন- কুলদীপের না খেলার সুযোগ নিল বাংলাদেশ, শাস্ত্রী বললেন

Latest article