মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রনিল বিক্রমাসিঙ্ঘের সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করেন এই সাক্ষাতের ঘটনার ছবি। বিক্রমাসিংহের (Ranil Wickremesinghe) সাথে তার বৈঠকও হয় তাঁর এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশ্যে আসতেই শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন এক্সে পোস্ট করেছিলেন। তারপরে মিডিয়ার সাথে আলাপচারিতার সময় তার পোস্টের অর্থ ব্যাখ্যা করেছিলেন।
আরও পড়ুন-ভিক্টোরিয়ার সামনে থেকে গলায় ব্লেড ঠেকিয়ে অপহরণ, গ্রেফতার দুই
সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার উল্লেখ করে সেদেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে কটাক্ষ করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিদেশমন্ত্রীর কাছে অবশেষে অভিযোগ জানাল তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। চিঠিতে বিদেশমন্ত্রক তরফে শুভেন্দুর মন্তব্যের নিন্দা করার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন-অনন্তনাগের কোকারনাগ এনকাউন্টার সাইটে সার্চ অপারেশন, নজরদারির জন্য ব্যবহৃত ড্রোন
শুভেন্দুর সরকার বিরোধী এই মন্তব্যের বিরোধিতা করে জয়শংকরকে ডেরেক লিখেছেন, এই মন্তব্য যথেষ্ট অবমাননাকর। শ্রীলঙ্কার মতো বন্ধুরাষ্ট্রের সম্পর্কে এই ধরণের মন্তব্য করা সংবিধানবিরোধী। দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য যখন কূটনীতিকরা চেষ্টার ত্রুটি রাখছেন না তখন এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সেই মহৎ উদ্যোগের ক্ষতি করবে। তিনি আরও লেখেন, ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রদের বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কাকে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে ভারত। প্রতিবেশী দেশের সম্পর্কে শুভেন্দু অধিকারী যে অসৌজন্য দেখিয়েছেন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে তার প্রতিবাদ করা উচিত।