ভিক্টোরিয়ার সামনে থেকে গলায় ব্লেড ঠেকিয়ে অপহরণ, গ্রেফতার দুই

হেস্টিংস থানার পুলিশ অভিযোগ দায়ের করার তিন দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। অপহরণের অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

Must read

দেশ বিদেশ হোক বা গ্রাম বহু মানুষ প্রতিদিন কলকাতায় (Kolkata) আসে চিকিৎসা করাতে। ঠিক তেমনই, কাকা দুই ভাইপোকে নিয়ে ধানবাদ থেকে এসেছিলেন ডাক্তার দেখাতে। সময় বের করে ভিক্টোরিয়া দেখাতে নিয়ে যান তাদের। সেখানে এক ব্যক্তি মোবাইল সারানোর জন্য ৬ হাজার টাকা চান। টাকা না দিতে চাওয়ায় গলায় ব্লেড ঠেকিয়ে বাসে তোলার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। হেস্টিংস থানার পুলিশ অভিযোগ দায়ের করার তিন দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। অপহরণের অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন-অনন্তনাগের কোকারনাগ এনকাউন্টার সাইটে সার্চ অপারেশন, নজরদারির জন্য ব্যবহৃত ড্রোন

এই মাসের ৯ তারিখ ধানবাদ থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসেন তিন জন। কাকা ও তার দুই ভাইপো ১৩ তারিখ চিকিৎসা করানোর মাঝে ভিক্টোরিয়া ঘুরতে যান। কাকা ভিক্টোরিয়া নর্থ গেটের বাইরে ছিল ও দুই ভাইপো ভিক্টোরিয়া ঘুরে সাউথ গেট দিয়ে বাইরে এসে কাকাকে দেখতে পায় না। এক ভাইপো বাথরুম করতে যায় ও অন্যজন মোহরকুঞ্জে রাস্তা ধরে এগিয়ে যায়।

আরও পড়ুন-দ্রুতগামী গাড়ির ধাক্কায় দিল্লিতে ঝুপড়ির বাইরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু মা মেয়ের

এই সময়, এক ব্যাক্তি সঙ্গে একজনের ধাক্কা লাগে। ওই ব্যক্তি পকেট থেকে একটি ভাঙা মোবাইল দেখিয়ে বলেন ‘সারাই করতে হবে, টাকা দাও’। তারপরেই তার গলায় ব্লেড লাগিয়ে একটি বাসে তুলে নেন। অন্যজন দেখে অন্য এক ভাই বাসে উঠে যাচ্ছে। কাকাকে ফোন করে ৬ হাজার টাকা চাওয়া হয়। কাকা ৫৫০০ টাকা দেন, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। কাকা তার ভাইপোকে পেয়ে হেস্টিংস থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অবশেষে, বৃহস্পতিবার রাতে দু’জন গ্রেফতার হয়।

Latest article