আজ শনিবার দুপুরে, হাওড়ায় (Howrah) হকারদের (Hawker) সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আরপিএফের। এই মর্মে, হকারদের অভিযোগ, তাদের ট্রেন উঠতে বাধা দিয়েছে আরপিএফ। কোন কার্পন ছাড়াই তাদের লাঠিচার্জ করা হয়েছে। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। গোটা স্টেশন চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
আরও পড়ুন-ভিক্টোরিয়ার সামনে থেকে গলায় ব্লেড ঠেকিয়ে অপহরণ, গ্রেফতার দুই
এদিনই বঙ্গীয় হকার সম্মেলনের পক্ষ থেকে স্টেশনের বাইরে ও ট্রেনে তাদের জিনিসপত্র বিক্রি করতে দিতে হবে এই দাবি রেখে কয়েকদিন ধরেই বেশ কয়েকটি স্টেশনে বিক্ষোভ দেখায় হকাররা। দু’দিন আগে কোন্নগর স্টেশনে একটি বিক্ষোভ হয়। এদিন সেই আঁচ হাওড়া স্টেশনেও দেখা যায়।
আরও পড়ুন-অনন্তনাগের কোকারনাগ এনকাউন্টার সাইটে সার্চ অপারেশন, নজরদারির জন্য ব্যবহৃত ড্রোন
আজ হাওড়া স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাছে ফুড প্লাজার সামনে প্রতীকী অবস্থানে বসেন হকাররা। তাদের জিনিসপত্র নিয়েই তারা ওখানে অবস্থান করে। তাদের হাতে সংগঠনের পতাকা ও চলতে থাকে বিক্ষোভ। তাদের তুলতে আসে আরপিএফ। রেল পুলিশ হকারদের ঘিরে ধরতেই শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ করা হয়, তাদের ওপর লাঠিচার্জ করা হয়। চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ায় হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। খবর পেয়ে হাওড়া স্টেশনে আসেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। এ বিষয়ে রেলেরকোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার ফলে কোনও ট্রেন বাতিল করা হয়েছে কি না জানা যায়নি।