প্রতিবেদন : ১০০ দিনের কাজে প্রাপ্য টাকা আদায়ে বড় পরিসরে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। এরই মাঝে টাকা আদায়ে কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধিদল। আগামী ৩ অক্টোবর সাক্ষাৎ চেয়ে কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien- Giriraj Singh)।
শনিবার পঞ্চায়েতমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ ডেরেক (Derek O’brien- Giriraj Singh) লেখেন, ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের আওতাধীন ১০০ দিনের কাজের টাকায় বাংলায় বঞ্চিত। এই বঞ্চনা দীর্ঘদিন ধরে চলে আসছে। সুবিধা পাচ্ছেন না গ্রামীণ আবাস যোজনার উপভোক্তারাও। আপনার নিশ্চয়ই মনে আছে, গত ৫ এপ্রিল কৃষি ভবনে আমাদের সাংসদদের প্রতিনিধিদল গিয়েছিল। তবে কথা বলার সুযোগ পাইনি।’ চিঠিতে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে চান।
আরও পড়ুন- কেন্দ্রের আটকে রাখা একশো দিনের কাজের টাকা আদায়ে অভিষেকের দিল্লিযাত্রায় সঙ্গী পুরুলিয়াও