কলম্বো : ৭-১-২১-৬! এশিয়া কাপ ফাইনালে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) এই স্বপ্নের স্পেলেই কুপোকাত দাসুন শনাকারা। শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় ওভারে চার-চারজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ। শুধু তাই নয়, ম্যাচের পরেও বড় চমক দিলেন ভারতীয় পেসার। ফাইনালের সেরা হয়ে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন সিরাজ। এই পুরো অর্থ মাঠকর্মীদের দিয়ে দেন তিনি। তাঁর বক্তব্য, গোটা টুর্নামেন্টে মাঠকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তারই স্বীকৃতি এই উপহার।
সিরাজ (Mohammed Siraj) নিজে বলছেন, পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে। এই বছরের জানুয়ারিতে তিরুঅনন্তপুরমেও শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুতেই চার উইকেট তুলেছিলাম। তবে পাঁচ উইকেট নিতে পারিনি। এই প্রথম পঞ্চাশ ওভারের ফরম্যাটে পাঁচ উইকেট পেলাম। তাই আজকের বোলিং তৃপ্তি দিচ্ছে। প্রেমসাদা স্টেডিয়ামের পাটা পিচে সিরাজ এদিন যেভাবে স্যুইং করিয়েছেন, তার কোনও পাল্টা জবাব ছিল না শ্রীলঙ্কানদের ব্যাটে। সিরাজ বলছেন, সাদা বলে সব সময়ই স্যুইং করানোর চেষ্টা করি। আগের ম্যাচগুলোয় খুব বেশি স্যুইং হয়নি। কিন্তু আজ বল খুব ভাল স্যুইং করেছে। আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারদের ব্যাটের কাছাকাছি বল রেখেছি। বাকি কাজ করেছে পিচ। তিনি আরও বলেন, সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করেছি। তাই ইনস্যুইংয়ের থেকে আউটস্যুইং বেশি হচ্ছিল। বেশিরভাগ ব্যাটারই আউটস্যুইংয়ে আউট হয়েছে।
আরও পড়ুন- টেলিকম নিয়ন্ত্রক সংস্থার শীর্ষে বসবেন কর্পোরেট কর্তারা!