অধ্যাপকদের সরাসরি বেতন দেওয়ার উদ্যোগ উচ্চাশিক্ষা দফতরের

Must read

প্রতিবেদন : বিশ্ববিদ্যালয়ের বেতন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার (West Bengal Governement) কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়ক আধিকারিকদের ডেকে পাঠিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যের ১১ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ফিন্যান্স অফিসারদের যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে এইচআরএমএস ব্যবস্থা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। জানা গেছে এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দফতর অধ্যাপকদের বেতন বিশ্ববিদ্যালয়ে পাঠাত। সেখান থেকে উপাচার্যরা বেতন বন্টন করতেন। কিন্তু এইচআরএমএস-এর মাধ্যমে নয়া বেতন প্রক্রিয়া চালু হলে উচ্চশিক্ষা দফতর থেকে সরাসরি অধ্যাপকদের বেতন দেওয়া হবে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন নতুন বেতন প্রক্রিয়ার বিরোধিতা করেছে। শিক্ষক সংগঠনগুলি জানিয়েছে, বেতন দেওয়ার অধিকার রাজ্যের শিক্ষা দফতরের হাতে গেলে যদি কারোর বেতন আটকে যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের কিছুই করার থাকবে না। সাম্প্রতিক কালে একাধিক বিষয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে রাজ্যের (West Bengal Governement) শিক্ষা দফতর এবং রাজ্যপালের মধ্যে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে যেভাবে হস্তক্ষপ করেছেন রাজ্যপাল তা মোটেই ভালভাবে নেয়নি উচ্চশিক্ষা দফতর।

আরও পড়ুন- টেলিকম নিয়ন্ত্রক সংস্থার শীর্ষে বসবেন কর্পোরেট কর্তারা!

Latest article