প্রতিবেদন : গত ৫ সেপ্টেম্বর কসবা রথতলা এলাকার ইংরেজি মাধ্যম স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল শেখ শান নামে এক পড়ুয়ার। এবার কসবার সিলভার পয়েন্ট স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনায় কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এরপর তিনি স্কুলের সিসিটিভি ফুটেজ ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পড়ুয়া মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন ছাত্রের বাবা।
আরও পড়ুন-গ্রামীণ পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষায় সমীক্ষা পঞ্চায়েতের
স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছিল। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেন তিনি। এদিন বিচারপতি বলেন, এসএসকেএমের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। তিনি নির্দেশ দেন যে, অবিলম্বে পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিতে হবে। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে।