গ্রামীণ পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষায় সমীক্ষা পঞ্চায়েতের

এই সমস্ত পর্যটন কেন্দ্র অধিকাংশই রাজ্যের গ্রামীণ এলাকায়। তাই এবার এই সমস্ত পর্যটনকে নির্মল করতে রাজ্যের এই উদ্যোগ।

Must read

প্রতিবেদন : রাজ্যের গ্রামীণ এলাকায় অবস্থিত পর্যটনকেন্দ্রগুলির পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ওইসব এলাকার হোটেল, হোমস্টে এবং রিসর্টে বর্জ্যনিষ্কাশন ব্যবস্থা খতিয়ে দেখতে পঞ্চায়েত দফতর সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে এই সমীক্ষার কাজ করা হবে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে। সমীক্ষায় হোমস্টে এবং রিসর্টে সেপটিক ট্যাঙ্কের সঙ্গে সোকপিটের সংযোগ আছে কি না, পচনশীল এবং অ-পচনশীল বর্জ্য সঠিকভাবে আলাদা করা হয় কি না ইত্যাদি এই সমীক্ষায় দেখা হবে।

আরও পড়ুন-রানিগঞ্জে পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী প্রশাসন

পাশাপাশি, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই সমস্ত পর্যটন কেন্দ্র এবং সেখানকার হোটেল, হোমস্টে এবং রিসর্টগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ প্রচার-অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের সেফ স্যানিটেশন শংসাপত্র দেওয়া হবে। আগামী দিনে এই সমীক্ষায় উঠে আসা তথ্যের উপর নির্ভর করে পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২ অক্টোবর পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যেও লোকশিল্পীদের দিয়ে অনুষ্ঠান করার উদ্যোগও নেওয়া হচ্ছে। একাধিক সৌন্দর্যায়ন প্রকল্পও নেওয়া হবে।

আরও পড়ুন-নকল ইলিশে ভরে গিয়েছে শহরতলির বাজার

বর্তমানে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৫৫৬টি পর্যটন কেন্দ্র ওপেন ডেফিকেশন ফ্রি (ওডিএফ) হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্যে লাফিয়ে বাড়ছে হোটেল, হোমস্টে এবং রিসর্টের সংখ্যা। পর্যটকদের ভিড়ও বাড়ছে প্রতিটি স্পটে। এই সমস্ত পর্যটন কেন্দ্র অধিকাংশই রাজ্যের গ্রামীণ এলাকায়। তাই এবার এই সমস্ত পর্যটনকে নির্মল করতে রাজ্যের এই উদ্যোগ।

Latest article