হাংঝাউ, ২০ সেপ্টেম্বর : ক্লাব ও দেশ টানাপোড়েনের মধ্যে বিনা প্রস্তুতিতে কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে এশিয়ান গেমসে নামতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। ফল যা হওয়ার তাই হয়েছে চিনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথমার্ধে লড়াই হলেও দ্বিতীয়ার্ধে ভারতীয় ফুটবলারদের দাঁড় করিয়ে গোল দিয়েছে চিন। তবে চিনের বিরুদ্ধে দলের বিপর্যয়ে ফুটবলারদের দোষ দিতে চান না কোচ ইগর স্টিমাচ। তিনি জানিয়েছেন যদি প্রথম সারির দল নামাতে পারতেন, তাহলে এই ফল হত না।
আরও পড়ুন-বাকি ২৯ দিন, চাহিদা বাড়ছে ছোট দুর্গার, আশায় মৃৎশিল্পীরা
আজ বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। যাদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব ভাল। তাই বাংলাদেশ ম্যাচ ভালভাবে জিতে শেষ ষোলোয় উঠার আশা জিইয়ে রাখতে মরিয়া সুনীল-সন্দেশ ঝিঙ্গানরা। চিন ম্যাচের ফল নিয়ে মাথা ঘামাতে নারাজ সুনীলদের কোচও। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ মায়ানমার। যারা বাংলাদেশকে আগের ম্যাচে হারিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নরেন্দ্র গেহলট, গুরকিরত সিং, অনিকেত যাদবদের পাবেন স্টিমাচ। ফলে বিকল্প বাড়ছে।
আরও পড়ুন-দিল্লির সঙ্গে রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি
ভারত ছাড়ার আগেই স্টিমাচ জানিয়েছিলেন, ক্লান্তি ও প্রস্তুতির অভাবের জন্য তিনি প্রথম ম্যাচ থেকে বেশি কিছু প্রত্যাশা করছেন না। তাই চিনের বিরুদ্ধে দল পাঁচ গোল হজম করার পর সুনীলদের কোচ বলেছেন, ‘‘দলের ফুটবলাররা এখনও আমার কাছে নায়ক। কারণ, সোমবার মধ্যরাতে চিনে এসে মঙ্গলবার ম্যাচ খেলতে হয়েছে আমাদের। ৩৫ ঘণ্টা যাত্রার পর ম্যাচ খেলারধকল নেওয়া সহজ নয়। সেই কারণেই দ্বিতীয়ার্ধে ফুটবলারদের দমে ঘাটতি হয়েছিল। আমি এর থেকে বেশি কিছু আশা করিনি।’’ স্টিমাচ আরও বলেন, ‘‘যদি প্রথম পছন্দের ফুটবলারদের পেতাম, তাহলে চিনের বিরুদ্ধে খেলার ফল অন্যরকম হত। কিন্তু ক্লাবগুলো ফুটবলার ছাড়তে চায়নি। ফিফার উচিত এই রকম প্রতিযোগিতার জন্য আলাদা সময় বরাদ্দ করা। তা নাহলে এরকমই ফল হবে।’’ এদিকে, এশিয়াড ফুটবলে ভারতীয় মহিলা দল বৃহস্পতিবার অভিযান শুরু করছে চাইনিজ তাইপের বিরুদ্ধে।