পানীয় জলের কল থেকে বের হচ্ছে নীল রঙের জল (Drinking Water)। কালনা পুর এলাকার ১৫ নং ওয়ার্ডে থাকা দুটি বাড়ির টাইমকলে এমনই এক ঘটনায় হতবাক বাড়ির সদস্যরা। এই ঘটনার কথা জেনে পুরকর্মীরা ওই দুই বাড়িতে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেন ও বর্ধমানের পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, “এই ঘটনার সঙ্গে শহরের অন্যান্য ক্ষেত্রে পানীয় জলের কোনও সম্পর্ক নেই। শহরের অন্যান্য জায়গার পানীয় জল ব্যবহার নিরাপদ।”
আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সমাজসেবা স্বয়ংসিদ্ধা সংসদের
কালনা শহরের ১৫ নং ওয়ার্ডের ভাটারপুকুর এলাকায় মহাদেব হালদার ও নীলরতন দাসের পরিবারের সদস্যদের দাবি, তাদের বাড়িতে থাকা টাইমকলে জল (Drinking Water) আসার সময় ও যাওয়ার সময় নীল রঙের জল বের হচ্ছে। এরপরেই তারা বিষয়টি পুরসভার নজরে আনেন। তৎপরতার সঙ্গে ওই এলাকায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের দায়িত্বে থাকা কর্মীদের পাঠানো হয়। তারা গিয়ে জলের নমুনা সংগ্রহ করেন। মহাদেব হালদার জানান, “চারদিন আগে টাইমকল থেকে নীল জল পড়তে শুরু করে। জল আসার সময় ও যাওয়ার সময় নীল জল পড়ছে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে।”