সংঘাত তুঙ্গে, কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত

Must read

ভারত-কানাডা (India-Canada) সংঘাত তুঙ্গে। এবার অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত। খলিস্তানি নেতা খুনে কানাডাকে ধাক্কা দিল ভারত সরকার। এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি দিল্লি।

বৃহস্পতিবার কানাডার (India-Canada) নাগরিকদের ভারতে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিএলএস ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার ওয়েবসাইটে বলা হয়, প্রক্রিয়াগত কারণে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া যাবে না। এই সংস্থাটি ভারত-কানাডার ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল করা হল তা নিয়ে আপাতত কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন- কাতালোনিয়া ও বাংলার টিমের বৈঠক

উল্লেখ্য, ভারত সরকারের হাতে খুন হন কানাডার নাগরিক ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর। কানাডার পার্লামেন্টে এমনটাই জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই কানাডা থেকে বহিষ্কার করা হয় ভারতের গোয়েন্দাপ্রধানকে। এরপরেই আমেরিকা-সহ একাধিক বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদন জানায় ট্রুডোর দেশ। তবে কানাডার এই অভিযোগকে অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয় ভারত।

Latest article