কাতালোনিয়া ও বাংলার টিমের বৈঠক

বুধবারই বার্সেলোনা ছেড়ে দুবাই রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৃহস্পতিবার কিছু বৈঠক ও শুক্রবার শিল্প-সম্মেলন রয়েছে।

Must read

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

স্পেনে শিল্পসফরে রাজ্যের সরকারি প্রতিনিধি দল বুধবার বৈঠক করলেন কাতালোনিয়ার প্রদেশের প্রেসিডেন্ট ড. এইচ পেরে আরাগোনস আই গার্সিয়ার সঙ্গে। বাংলায় বিনিয়োগ ও আসন্ন শিল্প-বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন স্পেনে ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকও। তাঁরা মুখ্যমন্ত্রীর সফরকে শুভেচ্ছা জানান। এদিনের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল, বাংলায় বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, স্টার্ট-আপ, পর্যটন ও আইটি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। কাতালোনিয়ার গোটা টিমকে বাংলায় চলতি বছরে শিল্প-সম্মেলনে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

বুধবারই বার্সেলোনা ছেড়ে দুবাই রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৃহস্পতিবার কিছু বৈঠক ও শুক্রবার শিল্প-সম্মেলন রয়েছে। তার আগে এদিন বাংলার সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের উষ্ণ অভ্যর্থনা জানান কাতালোনিয়ার প্রেসিডেন্ট। প্রতিনিধিদের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোয় বাংলার টিমের পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানানো হয়। দু-পক্ষের মধ্যে পর্যটন, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, ইলেট্রিক ভেহিক্যাল-সহ অটোমোবাইল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনাই শুধু নয়। বাংলায় বিনিয়োগ নিয়ে তাদের আগ্রহ উৎসাহিত করেছে রাজ্যের প্রতিনিধি দলকে। এই সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই সাক্ষাৎপর্বে বাংলার জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন কাতালোনিয়া প্রেসিডেন্ট। নভেম্বরে হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আমন্ত্রণ পেয়ে খুশি কাতালোনিয়ার প্রেসিডেন্ট-সহ গোটা দল।

Latest article