বাংলার কিরীটেশ্বরী গ্রাম দেশের মধ্যে সেরা পর্যটন স্থল, কেন্দ্রের ঘোষণায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Must read

বাংলার কিরীটেশ্বরী গ্রাম দেশের মধ্যে সেরা পর্যটন কেন্দ্র (Best Tourism Village Competition 2023) হিসেবে নির্বাচিত কেন্দ্রীয় সরকারের। ৭৯৫টি আবেদনের মধ্যে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে সেরা পর্যটন গ্রাম আখ্যা পর্যটন মন্ত্রকের। দুবাই থেকে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সংঘাত তুঙ্গে, কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দুবাই থেকে এক্সে লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক দেশের সেরা পর্যটন গ্রাম (Best Tourism Village Competition 2023) হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।” মুখ্যমন্ত্রী কিরীটেশ্বরী গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন।

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রামে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই কারণে দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকা হয়। ইতিহাস বলছে, ১৪০৫ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তার পরে উনবিংশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করান। পরবর্তী সময়ে মন্দিরের জন্য জমি দান করেছিলেন স্থানীয় মুসলিমদের একাংশ। প্রতি পৌষে মহামায়ার পুজো উপলক্ষে মন্দির চত্বরের ওই জমিতে মেলা বসে।

Latest article