এবছর দুর্গাপুজোর চতুর্থী থেকেই নবান্নে (Control Room- Nabanna) বিশেষ কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। ওই দিন থেকে ২২১৪৩৫২৬ হেল্পলাইন নম্বরে ফোন করে যেকোনও ঘটনা বা দুর্ঘটনার কথা জানানো যেতে পারে। ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে।
আরও পড়ুন- বাংলার কিরীটেশ্বরী গ্রাম দেশের মধ্যে সেরা পর্যটন স্থল, কেন্দ্রের ঘোষণায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
কালীপুজোয় এই কন্ট্রোল রুম (Control Room- Nabanna) চালু থাকবে ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। এরপর ১৯ ও ২০ নভেম্বর এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে ছটপুজোর জন্য। নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এই কন্ট্রোলরুম খোলা হবে। এই দিনগুলিতে দু’টি শিফটে কন্ট্রোলরুমে কাজ হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত। প্রতিটি শিফটে একজন করে ডব্লুবিসিএস আধিকারিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন বলে বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে।