ইন্দোর, ২৩ সেপ্টেম্বর : ২০১২-তে দক্ষিণ আফ্রিকা যা করেছিল, সেটাই করে ফেলল বর্তমান ভারতীয় দল। ক্রিকেটের তিন ফরম্যাটেই তারা উঠে এল এক নম্বরে।
ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামার আগে এই তথ্য নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে রাহুলদের। অধিনায়ক মোহালিতে ৫৮ নট আউট থেকে ভারতকে পাঁচ উইকেটে জয় এনে দিয়েছেন। রাহুল বলেছেন, চাপের ব্যাপারটা আমার কাছে নতুন নয়। আগেও হয়েছে। আমি এটা পছন্দ করি।
আরও পড়ুন-বুক ফুলিয়ে গর্ব করব না লজ্জায় মুখ লুকোব
অস্ট্রেলিয়াকে হারানোর পর ওডিআই তালিকায় পাকিস্তানকে সরিয়ে একে উঠে এসেছে ভারত। টি ২০ ও টেস্ট তালিকায় আগে থেকেই রোহিতরা এক নম্বরে ছিলেন। ফলে রবিবার জিতলে একদিনের ক্রমতালিকায় নিজেদের স্থিতি আরও শক্ত করবেন রাহুলরা। সেইসঙ্গে সিরিজও এসে যাবে পকেটে।
মোহালিতে রোহিত, বিরাট, হার্দিক, সিরাজ ও কুলদীপ ছিলেন না। এঁরা সবাই বিশ্বকাপে ভারতের প্রথম দলে খেলবেন। কিন্তু দেখা গেল এঁদের ছাড়াও শক্তিশালী অস্ট্রেলিয়াকে অনায়াসে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়া অবশ্য মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে মোহালিতে পায়নি। কিন্তু তাতেও শক্তি কমেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু সেই ঝাঁজটা তারা মাঠে দেখাতে পারেনি যার জন্য অস্ট্রেলিয়া পরিচিত ছিল।
আরও পড়ুন-কোন্দলে
শুভমন ও ঋতুরাজ দারুণ শুরু করার পর রাহুল আর সূর্য মিলে জয়ের রান তুলে দেন। মোহালিতে ম্যাচের পর ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রাহুল বলেছেন, খুব গরম ও আর্দ্রতা ছিল মাঠে। কিন্তু আমরা এই কন্ডিশনে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়েছি। তাঁর কথায়, দুই ওপেনার শক্ত ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন। শুভমন আউট হওয়ার পর পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং হলেও তিনি সূর্যর সঙ্গে জুটি বেঁধে হাল সামলে নিয়েছেন।
রাহুল আরও বলেছেন, তিনি আর সূর্য ক্রমাগত নিজেদের মধ্যে কথা বলে পরিস্থিতির বিচার করেছেন। স্ট্রাইক রোটেট করেছেন। যাতে চাপ আরও না বাড়ে। প্রথম ম্যাচে শামি যেভাবে শুরুতেই মিচেল মার্শকে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে ধাক্কা দিয়েছিলেন, এখানেও সেটাই লক্ষ্য থাকবে। তবে ইন্দোরেও মোহালির মতো গরম হলে মুশকিল হবে বোলারদের।
আরও পড়ুন-সুরের ভেলায় সুরসাগর
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স চোট সরিয়ে মাঠে ফিরে পরাজয়ের স্বাদ পেয়েছেন। তিনি। বলেছেন, এটা তাঁর দলের প্রত্যাশিত খেলা নয়। কয়েকজন ভাল ব্যাট ও বল করেছেন। কিন্তু সামগ্রিকভাবে দলের খেলা ভাল হয়নি। তবে স্মিথ ও ওয়ার্নার ভাল খেলেছেন। মিচেল স্টার্ক সম্ভাবত রবিবার খেলবেন। তবে কামিন্স বলেছেন ম্যাক্সওয়েল ভারতে চলে এলেও তাঁকে হয়তো রাজকোটে তৃতীয় ম্যাচে নামানো হবে।
আরও পড়ুন-বিদেশ সফর সফল, আসছে বিনিয়োগ: কলকাতায় ফিরে বললেন মুখ্যমন্ত্রী
কামিন্স এটা স্পষ্ট করে গিয়েছেন যে, তাঁদের আসল নজর বিশ্বকাপের দিকে। তার আগে চোট-পর্ব শেষ করে আবার যে সবাই একত্রিত হতে পেরেছেন, এটাই অনেক। ভারতীয় শিবিরও সেটাই বলবে। শ্রেয়স ফিরে এসে পাল্লেকেলে ও মোহালিতে রান পাননি। কিন্তু রাহুল স্বমহিমায় বিরাজ করছেন। বুমরাও তাই। তবে এক ম্যাচ বিশ্রামের পর ইন্দোরে খেলার সম্ভাবনা রয়েছে সিরাজের।
কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না। শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছে। মোহালিতেও বৃষ্টি হয়েছে। এমনকী ইন্দোরেও সকাল ও সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হোলকার স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা বেশ ভাল। এটাই যা স্বস্তির।