প্রতিবেদন : সেই চিরাচরিত জলকেন্দ্রিক বিবাদ! কাবেরী নদীর (Kaveri River) জলবণ্টনকে কেন্দ্র করে সমস্যা যেন মিটতেই চাইছে না। এবার সরাসরি বন্ধের ঘোষণা। কর্নাটক আর তামিলনাড়ুর মধ্যে জলবণ্টন নিয়ে সমস্যা নতুন কিছু নয়। কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতেও যায় তামিলনাড়ু সরকার। সেই মামলায় ২০১৮ সালে দেশের শীর্ষ আদালত জানায়, যে কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। এরপরেও সমস্যা মেটেনি। এবার তামিলনাড়ুকে বেশি জল দেওয়ার প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা বেঙ্গালুরু বন্ধের ডাক দিল রাজ্যের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী।
আরও পড়ুন- নিজ্জর খুন : তথ্য কে দিল ভারতযোগের, প্রশ্ন
জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, গত ১৯ সেপ্টেম্বর কাবেরী (Kaveri River) জলবণ্টন নিয়ে বৈঠক হয়। সেখানে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়েছিল। অন্যদিকে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দু-পক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে কর্নাটকের কৃষকরা। তাদের দাবি, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবে কর্নাটক। সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বেঙ্গালুরু বন্ধ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার অটো, অ্যাপ ক্যাব বন্ধ রাখার ডাক দিয়েছে ধর্মঘটিরা। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও কর্নাটক স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে বাস নামানো হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে পরিবহণ বন্ধ থাকবে। গত মঙ্গলবারের বৈঠকের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে। কৃষকদের ক্ষতি হবে।