পোস্তদানায় আগমনির ছোঁয়া, নজর কাড়লেন বাঁকুড়ার যুবক

Must read

অমিতকুমার মহলী: বাতাসে পুজো-পুজো গন্ধ— ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। আর এর মাঝেই নয়া আঙ্গিকে শারদছবি (Durga Puja) ফুটিয়ে তুললেন বাংলার যুবক। বাঁকুড়ার সন্তান অঙ্কুর সামন্ত পোস্তদানার উপর ছবি এঁকে নজর কাড়লেন। ছবিতে ধরেছেন ঘন কাশফুল আর শরতের আকাশ। সাধারণত পোস্তদানা দৈর্ঘ্যে ১ মিলিমিটারেরও কম হয়। আর তাতেই ধরা পড়ল বাংলার এই মাধুর্য। বছর চব্বিশের অঙ্কুর ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা বা শিল্পকলাতেও আগ্রহ। ছোটবেলায় ছবি আঁকা শিখেছেন। তবে এখন শখেই আঁকেন। পোস্তদানার মতো এত ছোট ক্ষেত্রে ছবি আঁকার জন্য প্রয়োজন হাতের কৌশল ও বিরাট মনঃসংযোগ। আর এই কঠিন কাজের মধ্যে দিয়েই তিনি প্রমাণ করে দিলেন শিল্পের প্রতি তাঁর ভালবাসা। এই প্রথম নয়, আগেও পোস্তদানার ওপর জাতীয় পতাকা এঁকেছিলেন। ২০১৯ সালে পোস্তকণার ওপর নজির সৃষ্টি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও ওঠান তিনি। একটি ছোট্ট হার্ডওয়ারসের দোকান রয়েছে অঙ্কুরের। বাঁকুড়া জেলার ওন্দার তেল্লা গ্রামে। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাবা ঝড়েশ্বর সামন্ত। তারপর থেকে সংসারের দায়িত্ব অঙ্কুরেরই। বাড়িতে ছোট ভাই এবং মা। অঙ্কুরের ইচ্ছা ভবিষ্যতে আঁকা (Durga Puja) নিয়েই এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন- তামিলনাড়ুকে বেশি জল! প্রতিবাদে এবার বেঙ্গালুরু বন্‌ধের ডাক কৃষক সংগঠনের

Latest article