তিতাসের হাত ধরে ভারতের সোনা

এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা এল মেয়েদের ক্রিকেট থেকে। সোমবার ফাইনালে হরমনপ্রীত কৌররা ২২ রানে হারিয়েছেন শ্রীলঙ্কাকে।

Must read

হাংঝাউ, ২৫ সেপ্টেম্বর : এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা এল মেয়েদের ক্রিকেট থেকে। সোমবার ফাইনালে হরমনপ্রীত কৌররা ২২ রানে হারিয়েছেন শ্রীলঙ্কাকে। যারা ২০১৪-তে ব্রোঞ্জ পেয়েছিল।
ভারতের জয়ে বড় ভূমিকা নেন বঙ্গকন্যা তিতাস সাধু। তিনি ৬ রানে ৩টি উইকেট নিয়েছেন। তিতাসের বোলিং গড় ৪-১-৬-৩। বোলারদের মধ্যে তিতাস ছাড়া ভাল বল করেছেন রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি ২০ রানে দুটি উইকেট নেন। এছাড়া একটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা, পুজা বস্ত্রকার ও দেবিকা বৈদ্য।

আরও পড়ুন-মাংস ভাত খেয়ে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের নার্সিং ছাত্রীর মৃত্যু

সাসপেনশনে থাকায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে ফাইনালে তিনিই টস করতে নেমেছিলেন। জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু ১৬ রানে শেফালি ভার্মাকে হারিয়ে মুশকিলে পড়েছিল ভারত। এরপর স্মৃতি মান্ধানা (৪৬) ও জেমিমা রডরিগেজ (৪২) মিলে ৭৩ রানের পার্টনারশিপ খেলে দলকে শক্ত জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন।
কিন্তু ভারতীয় ব্যাটিংয়ে আর কেউ বড় রান পাননি। রিচা ঘোষ ৯, হরমনপ্রীত ২, পুজা ২, পরপর আউট হয়ে যান সবাই। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে তিনজন দুটি করে উইকেট নিয়েছেন। ভারত নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১১৬-৭। লো-স্কোরিং ম্যাচে তবু তারাই জিতল।

আরও পড়ুন-যোগীরাজ্যে বিজেপি বিধায়কের সরকারি ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

তবে বোর্ডে কম রান নিয়েও তিতাস কিন্তু চেপে ধরেছিলেন সিংহলি ব্যাটারদের। তিনি বল করতে এসেই পরপর উইকেট তুলে নিয়েছেন। ১১৭ রান তাড়া করতে নেমে অধিনায়ক চামিরা আতাপাত্তুর উপর অনেক ভরসা ছিল দলের। কিন্তু তিনি তিতাসের বলে ফিরে যান দীপ্তির হাতে ক্যাচ দিয়ে। তিতাসের বাকি দুই শিকার হলেন অনুষ্কা সঞ্জীবনী (১) ও বিষমি গুণরত্নে (০)।
হাসিনি পেরেরা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন। এছাড়া নীলাক্ষ্মী ডি সিলভা করেছেন ২৩ রান। বাকিরা কেউ তিতাস ও রাজেশ্বরীর বলের সামনে দাঁড়াতে পারেননি। শ্রীলঙ্কা শেষপর্যন্ত ২০ ওভারে আটকে যায় ৯৭-৮-এ। ফলে ভারতের কাছে সোনা হাতছাড়া করে তারা সন্তুষ্ট থাকল রুপোতেই।

 

Latest article