প্রতিবেদন : কেন্দ্রীয় বঞ্চনা ও বাংলার টাকা আটকে রাখার প্রতিবাদে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। ‘দিল্লি চলো’র আগে দলের অন্দরে এই কর্মসূচি নিয়ে বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। চলতি মাসের ২৭ কিংবা ২৮ তারিখের মধ্যে যে কোনও একদিন ভার্চুয়ালি দলীয় নেতৃত্বের সঙ্গে মুখোমুখি হবেন তিনি।
আরও পড়ুন-শপথ-বিতর্ক : শোভনদেবের চিঠি বোসকে
দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ধরন এবং কার কী দায়িত্ব কীভাবে এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করা হবে, শীর্ষ নেতৃত্বের কী পরিকল্পানা সবটাই এই বৈঠকের মাধ্যমে বুঝিয়ে দেবেন অভিষেক। এখনও পর্যন্ত ঠিক আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ অক্টোবর রাজঘাটে প্রার্থনা করবেন। এরপর ৩ অক্টোবর রয়েছে ধরনা কর্মসূচি। দিল্লির গোটা প্রতিবাদ কর্মসূচি বাংলায় জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
দিল্লি যাওয়ার আগে সবরকম প্রস্তুতি সেরে রাখতে চান শীর্ষ নেতৃত্ব। তাই এই মেগা প্রস্তুতি বৈঠকের আয়োজন। এই প্রস্তুতি বৈঠক গোটা বাংলা-জুড়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ছড়িয়ে পড়বে। সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নিজেদের অফিস থেকে লাইভ টেলিকাস্ট করবেন। তারপর সাংবাদিক সম্মেলন করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
আগামী ২ অক্টোবর রাজঘাটে প্রার্থনার পর ৩ অক্টোবর যন্তরমন্তরে ধরনা অবস্থান রয়েছে তৃণমূলের। সেখান থেকে পদযাত্রা করে কৃষিভবন যাবেন নেতা-কর্মীরা। হাতে বাংলা থেকে সংগ্রহ করা ৫০ লক্ষ বঞ্চিত মানুষের চিঠি নিয়ে এই কর্মসূচি হবে। এই চিঠি নিয়ে কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল। অনুমতি না পেলে কৃষিভবনের সামনে দাঁড়িয়েই চলবে প্রতিবাদ।
পঞ্চায়েত নির্বাচনের আগে দু’মাস ব্যাপি নবজোয়ার কর্মসূচি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ প্রতিটা ব্লক চষে বেড়িয়েছেন। মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন। সেইমতো সমস্যার সমাধানও করেছেন।
আরও পড়ুন-ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে বিজেপি, এবার এনডিএ ছাড়ল এআইএডিএমকে
সেই কর্মসূচির সময় প্রতিটি সভায়, প্রতিটি বক্তব্যে অভিষেক বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১০০ দিনের টাকা-সহ বাংলার বকেয়া ফিরিয়ে আনতে দিল্লি যাবেন তিনি। সঙ্গে থাকবেন ১০ লক্ষ লোক। কার্যত এই মেগা আন্দোলন কর্মসূচির ঘোষণা শুনেই সিঁদুরে মেঘ দেখছিল বিজেপি। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও বিজেপির নির্দেশেই ধরনা কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। শুধু বলা হয়েছে যন্তরমন্তরে এই কর্মসূচি করতে পারে তৃণমূল। কিন্তু এসবে চিঁড়ে ভিজবে না। রাজধানীর বুকে আগামী অক্টোবরের দু’দিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর বুকে প্রতিবাদের ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে কোনওরকম ফাঁক রাখতে চান না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই সবরকম প্রস্তুতি সেরে রাখছেন। লোকসভা নির্বাচনের আগে দিল্লির বুকে তৃণমূলের এই মেগা কর্মসূচিকে কেন্দ্র করে উৎসাহিত দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা।