দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে বিজেপি, এবার এনডিএ ছাড়ল এআইএডিএমকে

পেয়াদা

এতদিন কি ঘুমিয়েছিলে?

না, চোখের তারায় ছিল
কিচির-মিচির?
হঠাৎ করে বড় পেয়াদা?
পেঁয়াজের ঝালে চোখমুখ লাল
ইকিড়-মিকিড়!
সব দেখেও নড়োনি-চড়োনি
গায়ে চেপেছিল কুম্ভকর্ণ ঘুম
হঠাৎ ধড়-ফড়?
বছরের পর বছর অনাচার
দুর্যোধন দুঃশাসনে জেরবার
শব্দ স্তব্ধ বহর!
আজ যখন ফিরছে প্রাণ
মানুষ পেয়েছে মুক্তি প্রাণ
তখন তোমার ঈর্ষা?
যেন তাঁবেদারির বড় তাবর জব্বর
কট্টর-টক্কর দুষ্টু কারিগর
পরের ধনে ফর্সা।
দুদিনের সব অধিকার ফলানো
ভয়াতঙ্কে মানুষকে দেখানো
লাভের ভাটিখানা শূন্য।
যতই করো সব ক্রীতদাসত্ব
নেইকো তোমার কোনো নবত্ব!
তুমি ‘অশ্বডিম্ব’ নগণ্য ।

Latest article