প্রতিবেদন : রাজ্যে ফুলের (flowers) উৎপাদন ও রফতানি বাড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগ নিয়েছে। ফুলের উৎপাদন ও রফতানি পরিকাঠামো উন্নত করতে কেন্দ্রীয় সরকার চার রাজ্যকে বেছে নিয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এখানে পাইলট প্রকল্প হিসেবে এই কাজ শুরু হবে বলে রাজ্যের উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে। বিভিন্নরকম ফুল, বিশেষ করে গোলাপ ও রজনীগন্ধা উৎপাদনে এই রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। কিন্তু সংরক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় পচনশীল এইসব ফুল বিদেশে রফতানি করা সম্ভব হয় না। বেঙ্গালুরু ও পুণের ফুল ব্যবসায়ীরা এ-রাজ্যের চাষিদের কাছ থেকে রজনীগন্ধা ও গোলাপ কিনে তা সংরক্ষণের পর বিদেশে রফতানি করে। ফলে এ-রাজ্যের কৃষকরা তাঁদের কষ্টার্জিত ফসলের সঠিক দাম পান না। এই সমস্যা নিরসনে হরিণঘাটায় উদ্যান পালন দফতরের খামারে ফুল চাষের ক্লাস্টার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ফুল উৎপাদন ও তার সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে। একই সঙ্গে উন্নত মানের কলম তৈরি করে তা সারা রাজ্যের ফুল চাষিদের মধ্যে বণ্টন করা হবে। এর ফলে একদিকে যেমন ফুলের (flowers) উৎপাদন বাড়বে তেমনি সংরক্ষণের পরিকাঠামো তৈরি হওয়ায় উপকৃত হবেন সাধারণ ফুলচাষিরা।
গোলাপ ও রজনীগন্ধা উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা
ফুলের উৎপাদন ও রফতানি বাড়াতে উদ্যোগ