প্রতিবেদন : মোহনবাগানের (Mohun Bagan-Bengaluru) জয়রথ ছুটছে। ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে মরশুমের প্রথম ট্রফি জয়ের পর এএফসি কাপে ওড়িশা এফসিকে চার গোল দেওয়া। এরপর পাঞ্জাব এফসি-কে দাপটে হারিয়ে আইএসএল অভিযান শুরুর পর বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল মোহনবাগান। সুনীল ছেত্রীহীন বেঙ্গালুরু এফসি-কে ১-০ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। জোড়া লাল কার্ডের ধাক্কায় বিপর্ষস্ত বেঙ্গালুরু। সবুজ-মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেন হুগো বুমোস। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের শীর্ষেই মোহনবাগান।
মোহনবাগান কোচ প্রথম একাদশে ফিরিয়ে এনেছিলেন বুমোস ও মনবীর সিংকেও। তিন ডিফেন্ডার আনোয়ার আলি, হেক্টর য়ুস্তে এবং শুভাশিস বোসকে নিয়ে ৩-৫-২ ফর্মেশনেই এদিন দল নামিয়েছিলেন জুয়ান। আক্রমণে দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স। দুই প্রান্ত থেকে মনবীর ও লিস্টনকে দিয়ে আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা হয়।
প্রথমার্ধে আধিপত্য ছিল মোহনবাগানেরই (Mohun Bagan-Bengaluru)। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেন জুয়ানের দলের ফুটবলাররা। লিস্টন দু’টি সহজ সুযোগ নষ্ট করেন প্রথমার্ধেই। ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় জুয়ানের দল। বেঙ্গালুরুর অস্ট্রেলীয় ডিফেন্ডার জোভানোভিচের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। কামিন্স বক্সের উপর বাঁ-দিকে ফাঁকায় থাকা বুমোসকে বল বাড়ান। বেঙ্গালুরু রক্ষণ পুরোপুরি ফাঁকা ছিল। ব্লুজ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে গোল করেন বুমোস।
এরমধ্যেই বেঙ্গালুরুর সুরেশ ওয়াংজম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু গোলের ব্যবধান বাড়েনি। সংযুক্ত সময়ে বেঙ্গালুরু ৯ জন হয়ে যায়। এবার রোশন সিং লাল কার্ড দেখেন। কিন্তু স্কোরলাইন একই থাকে। মোহনবাগান ১-০ ফলেই জেতে। এদিকে, মোহনবাগান ম্যাচে সমর্থকদের রংমশাল, টিফো, ফ্ল্যাগ, ড্রাম নিয়ে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন- ব্যর্থ রোহিতের লড়াই, হার ভারতের