রাজ্যের টাকায় পুরস্কার ঘোষণা রাজ্যপালের

Must read

প্রতিবেদন : পরের ধনে পোদ্দারি! রাজ্যের টাকাতে গোটা দেশের পুজোকে পুরস্কৃত করবেন রাজ্যপাল (Governor Bose)! বারবার একটি নির্বাচিত সরকারকে হেনস্তা করতে সমান্তরাল প্রশাসন চালাতে কোনও প্রচেষ্টাই ছাড়ছেন না সি ভি আনন্দ বোস। এ-কাজে তিনি পূর্বসূরি জগদীপ ধনকড়কেও হার মানিয়েছেন। এবার রাজ্য সরকারকে নকল করে ‘পুজো-পুরস্কার’ চালু করলেন রাজ্যপাল (Governor Bose)। মুখ্যমন্ত্রীর ঘোষিত বিশ্ববাংলা সম্মানের অনুকরণে চালু হচ্ছে ‘দুর্গা ভারত সম্মান’। বুধবার, রাজভবন থেকে এক বিবৃতিতে ‘দুর্গা ভারত সম্মান’-এর ঘোষণা করা হয়েছে। শুধু বাংলা নয়, এই সম্মান পেতে পারেন দেশের যে কোনও রাজ্যের কৃতীরা। এই বিষয়ে মনোনয়ন চেয়েছে রাজভবন। বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার দুর্গোৎসবের মূল পৃষ্ঠপোষক। পুজোয় বিভিন্ন ক্লাব কমিটিগুলোকে আর্থিক অনুদানের পাশাপাশি বিশ্ববাংলা সম্মান দেন মুখ্যমন্ত্রী। এবার তাঁকে অনুকরণ করে দুর্গাপুজো উপলক্ষে সম্মান ঘোষণা করলেন রাজ্যপাল।

আরও পড়ুন- গোলাপ ও রজনীগন্ধা উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা

Latest article