পঞ্জাবের (Punjab) মেগা জেলায় এই ব্যক্তির পেট থেকে পাওয়া গেল ইয়ারফোন, লকেট, আংটি, সেফটিপিন, নাট বোল্ট, স্ক্রু। ৪০ বছরের এক ব্যক্তির পাকস্থলী থেকে চিকিৎসকরা এগুলি বের করেন। যদিও এই মুহূর্তে সেই ব্যক্তি সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, গত ২ বছর ধরে পেটের ব্যথায় ভুগছিলেন ওই ব্যক্তি। অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু ফলপ্রসূ হয়নি। অবশেষে তাঁকে মেগা জেলার মেডিসিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-বাংলাদেশে দুর্গোৎসবের পরম্পরা আজও অটুট
প্রাথমিকভাবে চিকিৎসকরা তার পেটের ব্যথার কারণ বুঝতে না পারলেও রোগীর পেটের এক্স রে করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। রোগীর এক্স রে করা হলে জানা যায় ওই ব্যক্তির পেট ব্যথার আসার কারণ। ওই ব্যক্তির পাকস্থলীতে প্রচুর ধাতব জিনিস দেখতে পেয়ে চিকিৎসকরা দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন-আজ টিমগেমেই আস্থা সুনীলের, সৌদির খেলার ভিডিও দেখে স্ট্র্যাটেজি তৈরি স্টিমাচের
প্রায় ৩ ঘণ্টার অপারেশনের পর ওই ব্যক্তির পেট থেকে এই সব জিনিস বের করা হয়। হাসপাতালের চিকিৎসক এই বিষয়ে জানান, ২ বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন রোগী। সঙ্গে ছিল জ্বর ও বমি। যখন এক্স রে এবং স্ক্যান করা হয় তখন পেট ব্যথার কারণ জানা যায়। তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর এই সব জিনিস পেট থেকে বের করা হয়েছে।