আজ টিমগেমেই আস্থা সুনীলের, সৌদির খেলার ভিডিও দেখে স্ট্র্যাটেজি তৈরি স্টিমাচের

শুধু এই এশিয়াডে ওদের খেলার ভিডিও নয়, সাম্প্রতিক অতীতে খেলা সৌদির বেশ কিছু ম্যাচের ক্লিপিংস আমাদের দেখানো হয়েছে।

Must read

হাংঝাউ, ২৭ সেপ্টেম্বর : এশিয়ান গেমস ফুটবলে আজ, বৃহস্পতিবার সৌদি আরবের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে নামছে ভারত। এশীয় জায়ান্টদের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড যাই হোক, মাঠে নেমে সংঘবদ্ধ ফুটবল খেলার বার্তা দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। হাংঝাউয়ের হুয়ানলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৫টা থেকে।

আরও পড়ুন-হাতছানি দেয় সাতকোশিয়া

ফিফা ক্রমতালিকায় সৌদি আরব ৫৭ নম্বরে। ভারত সেখানে ১০২। ভারতের বিরুদ্ধে পাঁচবারের সাক্ষাতে মোট ১৮ গোল করেছে সৌদি। ভারতের সেখানে মাত্র দু’গোল। এশিয়ান গেমসে দু’দলের শেষ সাক্ষাৎ ৪১ বছর আগে। ১৯৮২ দিল্লি এশিয়াডে সৌদির কাছে ০-১ গোলে হেরেছিল ভারত। অনেক প্রতিকূলতার মধ্যে এশিয়ান গেমসে খেলতে এলেও ১৩ বছর পর নক আউট পর্বে উঠে সৌদির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে চমক দিতে মরিয়া ইগর স্টিমাচের দল।

আরও পড়ুন-কয়েক দশক পর মূল স্রোতে দার্জিলিং, শুরু প্রশিক্ষণ

অধিনায়ক সুনীল ম্যাচের আগের দিন বলেছেন, ‘‘কোচ আমাদের সৌদির খেলার অনেক ভিডিও ক্লিপিংস দেখিয়েছেন। শুধু এই এশিয়াডে ওদের খেলার ভিডিও নয়, সাম্প্রতিক অতীতে খেলা সৌদির বেশ কিছু ম্যাচের ক্লিপিংস আমাদের দেখানো হয়েছে। আমাদের আলাদা কিছু রণকৌশলও দেখানো হয়েছে। মাঠে নেমে যেগুলো আমাদের প্রয়োগ করতে হবে। আমাদের সম্মিলিতভাবে খেলতে হবে। সৌদি আরব খুব ভাল দল। ওদের খুব ভাল মানের খেলোয়াড় রয়েছে যারা ব্যক্তিগত নৈপুণ্যেও এগিয়ে।’’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে নজির হয়ে থাকল বাংলার পর্যটন

সুনীল আরও বলেন, ‘‘কোচ আমাদের একটা কথাই বারবার বলছেন, আমাদের ইউনিট হিসেবে খেলতে হবে এবং কোচের অন্যতম একটি কৌশল হচ্ছে, একের বিরুদ্ধে এক পরিস্থিতি এড়ানোর চেষ্টা করতে হবে। আমরা অনেক ক্লিপিংস দেখেছি, ফর্মেশন নিয়ে চর্চা করেছি। কোচ আলাদা কিছু চেষ্টা করতে চান। একই সঙ্গে দেখতে হবে, পাঁচদিনে তিনটি ম্যাচ খেলার পর খেলোয়াড়দের ফিটনেস লেভেল কেমন থাকে। তবে আমাদের ছেলেদের অভিজ্ঞতা কম হতে পারে। কিন্তু প্রতিদিনই ওরা উন্নতি করছে এবং নিজেদের উজাড় করে দিতে চাইছে।’’ কোচ ইগর বলেছেন, ‘‘সৌদি আরবের বিরুদ্ধে আমাদের পরিসংখ্যান যাই হোক, চমক দেওয়ার ক্ষমতা রাখি আমরা। আমি ভারতের কোচ হওয়ার পর এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি কারও মুখোমুখি হতে ভয় পাই না।’’

Latest article