মুখ্যমন্ত্রীর উদ্যোগে নজির হয়ে থাকল বাংলার পর্যটন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে পর্যটন শিল্পে এসেছে নতুন ভোর। প্রতিটি জেলার পর্যটনে জোর দিয়েছেন তিনি।

Must read

ব্যুরো রিপোর্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে পর্যটন শিল্পে এসেছে নতুন ভোর। প্রতিটি জেলার পর্যটনে জোর দিয়েছেন তিনি। বুধবার বিশ্ব পর্যটন দিবসে উত্তরের জেলায় জেলায় গড়ে ওঠা পর্যটন শিল্প এক কথায় নজির হয়ে থাকল। পর্যটন ও সবুজ থিমকে সামনে রেখেই শিলিগুড়িতে পালিত হল বিশ্ব পর্যটন দিবস। শিলিগুড়িতে অভিনব উদ্যোগে পালিত হল বিশ্ব পর্যটন দিবস। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে পর্যটন দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা করে এইচএইচটিডিএন।

আরও পড়ুন-বুমোসের গোলে জয়ী মোহনবাগান

ছিলেন গৌতম দেব, রঞ্জন সরকার, প্রতুল চক্রবর্তী, মিলি সিনহা। এছাড়াও উত্তরের অন্যতম হেরিটেজ পাহাড়ের খেলনা গাড়ি ট্রয়টেনকে সামনে রেখে শিলিগুড়ি জংশন থেকে স্টিম ইঞ্জিন চালিত ট্রয় ট্রেনে স্কুল পড়ুয়াদের নিয়ে শুকনা পর্যন্ত ট্রয়ট্রেনে ভ্রমণ করানো হয়। ডুয়ার্সজুড়ে বিভিন্ন পর্যটনস্থলে পালিত হল বিশ্ব পর্যটন দিবস। জলদাপাড়াতে আসা পর্যটকদের সংবর্ধনা দেয় ডুয়ার্স ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি। লাটাগুড়ির ক্রান্তি মোড়ের ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে লাটাগুড়ি নেওড়া মোড় পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।

Latest article