দুর্গাপুজোর আগেই মিলতে পারে সুখবর। গোয়ার ধাঁচেই এবার দিঘার (Digha- Cruise) সমুদ্রে নামতে পারে ঝাঁ চকচকে প্রমোদতরী। সমস্ত দিক ঠিক থাকলে রাজ্য পরিবহণ দফতর দিঘায় দুর্গাপুজোর আগেই চালু হতে পারে প্রমোদতরী বা ক্রুজ পরিষেবা।
আগেই রাজ্য পরিবহণ দফতরের তরফে সুন্দরবনে ক্রুজের এই পরিষেবা চালু হয়েছিল। জানা যাচ্ছে, পিপিপি মডেলে এই পরিষেবা চালু হবে। এই প্রমোদতরীতে উঠতে পারবেন কমপক্ষে ৮০ জন। সমুদ্রে প্রমোদতরীতে অনুষ্ঠান থেকে বিশেষ পার্টিও আয়োজন করা যাবে। সেই অনুযায়ী, ইতিমধ্যেই টেন্ডারের প্রক্রিয়াও শুরু হয়েছে।
এই প্রমোদতরীতে (Digha- Cruise) প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগও রয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য থাকছে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। প্রমোদতরীতে রেস্তোরাঁতো থাকছে সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান বা পার্টির ক্ষেত্রে পর্যটকরা এই প্রমোদতরী ভাড়া নিতে পারবেন।