প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক

Must read

প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক (Father of India’s ‘Green Revolution) এম এস স্বামীনাথন (MS Swaminathan)। কৃষি বিজ্ঞানী স্বামীনাথনের হাত ধরে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছেছিল ৯৮ বছর। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিট নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমএস স্বামীনাথন।

কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবনযাপনে বদল আনার কারিগর ছিলেন কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন। ১৯২৫ সালের ৭ অগাস্ট তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় জন্ম স্বামীনাথনের। বহুদিন ধরে কৃষি-গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শঙ্কর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন স্বামিনাথন। ধানের নতুন কিছু প্রজাতি আবিষ্কারের জন্য বিশ্বে স্বীকৃত এম এস স্বামীনাথন। তাঁকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।

আরও পড়ুন- ভারত-কানাডা টানাপোড়েনের জেরে বাড়তে পারে ডালের দাম!

দীর্ঘ কর্মজীবনে এম এস স্বামীনাথন (MS Swaminathan) ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচমন্ত্রকের প্রধান সচিব ছিলেন তিনি। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টরের পদেও ছিলেন স্বামীনাথন। বহুদিন যোজনা কমিশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন ।

কৃষি গবেষণায় অবদানের জন্য একাধিক সম্মানও পেয়েছেন এম এস স্বামীনাথন। ভারত সরকার তাঁকে তিনবার পদ্ম-সম্মান দিয়েছেন। প্রথমবার বিশ্ব খাদ্য পুরষ্কার পেয়েছেন তিনি ১৯৮৭ সালে। রামন ম্যাগসাইসাই সম্মান পেয়েছেন তিনি ১৯৭১ সালে। ১৯৮৬ সালে তাঁকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার। তাঁর প্রয়াণে কৃষি বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে ব্যাপক শূন্যতার সৃষ্টি হল।

Latest article