প্রতিবেদন : ঘুমের মধ্যেই প্রবল কম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৫। মাত্র কয়েক সেকেন্ডের তীব্র ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব এশিয়ার তাইওয়ানে। দেশের রাজধানী তাইপেইয়ের মানুষজন জানিয়েছেন, রবিবার ভোররাতে ঘুমের মধ্যেই তাঁরা প্রবল কম্পন অনুভব করেছেন। ভোরের আলো ফোটার পর দেখা গিয়েছে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি। প্রাথমিকভাবে হতাহতের খবর না মিললেও ক্ষয়ক্ষতির মাত্রা উদ্বেগজনক।
আরও পড়ুন-এনসিবির বিরুদ্ধে ১৮ কোটি ঘুষের বিস্ফোরক অভিযোগ
তাইওয়ানের আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ১১ মিনিট এবং আন্তর্জাতিক সময় ভোর ৫টা নাগাদ উত্তর-পূর্ব তাইওয়ানের ইলান প্রদেশে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। চলতি বছরে এটাই সবচেয়ে বড় মাপের কম্পন। ভূপৃষ্ঠ থেকে ৬৭ কিলোমিটার ভিতরে ছিল কম্পনের উৎপত্তিস্থল। ইলানের বাসিন্দা এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, এই কম্পন ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। কম্পনের সময় বাড়ির দেওয়ালগুলিও কাঁপছিল। ওই সময় বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তাই তাঁরা অনেকেই সঠিকভাবে বিষয়টি বুঝতে পারেননি। মূল কম্পনের এদিন বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়েছে। আফটার শকে কম্পনের মাত্রা ছিল ৫.৪। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী তাইপেইয়ে মেট্রো রেল ব্যবস্থা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। এদিন ভোরে যখন বহু যাত্রী মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলেন সে সময়েও কম্পন অনুভূত হয়। ফলে অনেকেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এদিনের কম্পনের অনুভূতির কথা পোস্ট করেন। টম পার্কার নামে এক ব্রিটিশ নাগরিক জানিয়েছেন, এদিন প্রবল কম্পনের সময় তিনি ভেবেছিলেন যে, হয়তো আর বেঁচে ফিরতে পারবেন না। কম্পনের কারণেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন। প্রবল শব্দে কাঁপছিল ঘরের সব দরজা-জানলা।