প্রতিবেদন : জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারিয়ে দিলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুধু মোদিই নন, ক্যাটরিনা পিছনে ফেলে দিয়েছেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গকেও। সমাজমাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জনপ্রিয়তায় মোদিকে ঢের পিছনে ফেলে দিয়েছেন ক্যাটরিনা।
আরও পড়ুন-নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ বাক্য পাঠ করালেন রাজ্যপাল
সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার সংযোজিত হয়েছে। সেটি হল হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেখানেই সকলকে ছাড়িয়ে এক নম্বরে পৌঁছে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। জনপ্রিয়তার নিরিখে ক্যাটরিনাই এই মুহূর্তে সবার উপরে। অভিনেত্রীর কাছে হেরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। মাত্র কয়েকদিনেই ১৫ মিলিয়ন অর্থাৎ প্রায় দেড় কোটি অনুরাগী যুক্ত হয়েছেন ক্যাটরিনার চ্যানেলে। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্ক জুকারবার্গ। তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ১ কোটি। অন্যদিকে, জনপ্রিয়তায় অনেকটাই পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অনুরাগীর সংখ্যা অভিনেত্রীর চেয়ে অর্ধেক।
আরও পড়ুন-উত্তরপ্রদেশের জালাউন জেলায় আট মাসের গর্ভবতী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
প্রায় ৭৭ লক্ষ অনুরাগী যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর চ্যানেলে। বছর কুড়ি আগে বলিউডে ‘বুম’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন ক্যাট। একাধিক হিট ও ফ্লপ সিনেমার মাঝে বিভিন্ন সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত সম্পর্কের চড়াই-উতরাই ডিঙিয়ে এখন তিনি ভিকি কৌশলের ঘরনি। বেশ কয়েক মাস নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। এবার সেই ক্যাটই জনপ্রিয়তায় হারিয়ে দিলেন মোদিকে।