মোদি সরকারের জনবিরোধী নীতি পাঁচ দশকে সর্বনিম্ন গৃহস্থের সঞ্চয়, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ২০২২-’২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%।

Must read

প্রতিবেদন : চাঞ্চল্যকর রিপোর্ট এবার সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিপোর্টে উঠে এসেছে, ২০২২-’২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। তবে ১৯৭৬-’৭৭ সালের পরে সঞ্চয়ের পরিমাণের এমন হার আর কখনও এত নিচে নামেনি। অর্থাৎ মোদির শাসনকালে গৃহস্থের সঞ্চয় পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমেছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট সামনে আসতেই মুখ পুড়েছে মোদি সরকারের। রাজনৈতিক মহলের মতে, যেখানে দেশবাসীকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছেন মোদি, সেখানে রিজার্ভ ব্যাঙ্কের এমন রিপোর্ট বাস্তব অবস্থা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুন-ক্যাটরিনার কাছে হেরে গেলেন মোদি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জনপ্রিয়তা

রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ২০২২-’২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। তবে এখানেই শেষ নয়, আরবিআই সূত্রে জানা গিয়েছে, গৃহস্থের দেনার বোঝা জিডিপির ৩৭.৬ শতাংশে পৌঁছেছে। এক বছরে এই ঋণের বোঝা বেড়েছে প্রায় ৫.৮ শতাংশ। তবে এই পরিসংখ্যান দেখে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, সার্বিকভাবে দেশের জিডিপি বৃদ্ধির হার ঠিক থাকলেও নিত্যনৈমিত্তিক খরচ এতটাই বেড়েছে যে সেই খরচ সামলে নিজের হাতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা কঠিন হয়ে যাচ্ছে মধ্যবিত্তের জন্য। উল্টে বাড়ি, গাড়ি বা অন্যান্য খরচের জন্য সাধারণ মানুষের ঋণের পরিমাণও ক্রমশ বাড়ছে।

Latest article