মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় (Raigarh) জেলায় শনিবার বিকেলে একটি পণ্য ট্রেন লাইনচ্যুত (Derailment) হয়েছে। কেন্দ্রীয় রেলওয়ে জানিয়েছে পানভেল-ভাসাই রুটে চলাচল ব্যাহত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এ ঘটনায় মৃত্যু হয়নি।
আরও পড়ুন-২,০০০ টাকা নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ল, জানাল আরবিআই
সেন্ট্রাল রেলওয়ের চিফ পাবলিক রিলেশন্স অফিস (সিপিআরও) শিবরাজ মানসপুরে জানান, বিকাল ৩.০৫ মিনিট নাগাদ পানভেল (রায়গড় জেলার) থেকে ভাসাই (পালঘর জেলার) যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি ব্রেক ভ্যান সহ চারটি ওয়াগন পানভেল-কলম্বোলি সেকশনে লাইনচ্যুত হয়।
আরও পড়ুন-বিদ্যুৎমাশুল প্রত্যাহার না হলে আন্দোলন : তৃণমূল
কল্যাণ এবং কুরলা স্টেশন থেকে দুর্ঘটনা ত্রাণ ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।