২,০০০ টাকা নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ল, জানাল আরবিআই

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আজ জানিয়ে দিল ২,০০০ টাকা নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ল।

Must read

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আজ জানিয়ে দিল ২,০০০ টাকা নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ল। আজ যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেটা এক সপ্তাহ বাড়ানো হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে আজকের পরও ২,০০০ টাকার নোট থাকলে চিন্তার কিছু নেই। ২,০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ বেশি সময় পেতে চলেছে দেশবাসী।

আরও পড়ুন-বিদ্যুৎমাশুল প্রত্যাহার না হলে আন্দোলন : তৃণমূল

প্রসঙ্গত, আরবিআই আগেই জানিয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকা নোট ব্যাঙ্কে জমা করা যাবে। গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। গত মাসের শেষে আরবিআই জানিয়েছিল, ৯৩ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে ব্যাঙ্কে। সব নোট এখনও জমা পড়েনি। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এই বিষয়ে জানিয়েছিলেন, ‘আমি তো এমন কিছু বলতে পারব না যা জানি না। কল্পনার ভিত্তিতে এসব বলা যায় না। ৩০ সেপ্টেম্বরের পর কী হবে তা নিয়ে জল্পনা করে লাভ নেই। আমরা একবারও বলিনি যে ৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার নোট অবৈধ হয়ে যাবে।’

Latest article