প্রতিবেদন : গত বছরের তুলনায় এবার সেপ্টেম্বরে জিএসটিতে ১০ শতাংশ বৃদ্ধির ফলে সরকারের কর সংগ্রহের পরিমাণ দাঁড়ালো ১.৬৩ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে চতুর্থবার জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৬০ লক্ষ কোটি ছাড়ালো। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সেপ্টেম্বর মাসের জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১,৬২,৭১২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। রবিবার প্রকাশিত হয়েছে সর্বশেষ সরকারি তথ্য।
আরও পড়ুন-দিনের কবিতা
উল্লেখ্য, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সংগ্রহের ক্ষেত্রে অগাস্ট মাসে একইরকম বার্ষিক বৃদ্ধি দেখা গিয়েছিল। সেপ্টেম্বরে ১.৬৩ লাখ কোটি টাকার মধ্যে জিএসটি ছিল ২৯,৮১৮ কোটি টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথমার্ধে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ৯,৯২,৫০৪ কোটি টাকা, যা এক বছর আগে রেকর্ড করা ৮,৯৩,৩৩৪ কোটি টাকা থেকে প্রায় ১১ শতাংশ বেশি৷