পুরনো পেনশন নীতি ফেরানোর দাবিতে রাজধানীতে আন্দোলনে সরকারি কর্মীরা

বাংলা সহ কিছু রাজ্য সরকার তা এখনও চালু রাখলেও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বন্ধ করা হয়েছে এই নিয়ম। যার জেরেই শুরু কর্মচারীদের আন্দোলন

Must read

প্রতিবেদন : কেন্দ্রের জনবিরোধী নীতির জেরে ফের বড়সড় বিক্ষোভের মুখে মোদি সরকার। পুরনো পদ্ধতির পেনশন প্রকল্প ফের লাগু করার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভে নেমেছে সরকারি কর্মীরা। রবিবার রাজধানীতে গোটা দেশের একাধিক রাজ্যের সরকারি কর্মী পুরনো পদ্ধতিতে পেনশনের দাবিতে বিক্ষোভে শামিল হন। একদিকে যখন সরকারি কর্মীদের আন্দোলন শুরু হয়েছে, অন্যদিকে তখন শুরু হয়েছে বকেয়া আদায়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সাধারণ মানুষের আন্দোলনের প্রস্তুতি। সবমিলিয়ে কেন্দ্রের বৈষম্যের বিরুদ্ধে রাজধানীতে জোড়া আন্দোলনের ফলায় বিদ্ধ মোদি সরকার।

আরও পড়ুন-জিএসটি আদায় বেড়েছে ১০ শতাংশ

রবিবার দিল্লিতে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের নেতা বিজয়কুমার বন্ধু বলেন, ‘এই বিষয়ে কেন্দ্র অনুমোদন দিলেই রাজ্য সরকারের উপর আর কোনও দায় বর্তায় না।’ যদিও সেই কাজ করছে না মোদি সরকার। যদি কেন্দ্রীয় সরকার ওল্ড পেনশন স্কিম না ফেরায়, তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ‘ওপিএসের জন্য ভোট’ শিরোনামে প্রচার শুরু হবে। ইতিমধ্যে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল কর্মচারী সংগঠনগুলির এই বিক্ষোভকে সমর্থন করেছে। প্রতিবাদ সভায় অংশ নেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা, রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং। এছাড়াও বহুজন সমাজ পার্টির এক সাংসদকেও দেখা গিয়েছে রামলীলা ময়দানে।

আরও পড়ুন-দিনের কবিতা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই আন্দোলনকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ফিরিয়ে আনা হোক পুরনো পেনশন প্রকল্প। এই আন্দোলনকে নৈতিকভাবে আমরা সরর্থন করছি।’ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘পুরনো পদ্ধতির পেনশন কর্মীদের অধিকার।’ মোদি সরকারের প্রতি তাদের পরামর্শ, দেশের সেবা করছেন যে লক্ষ লক্ষ সরকারি কর্মী তাঁদের উপযুক্ত সম্মান দিন।’ উল্লেখ্য, মহারাষ্ট্রের চালু হয়েছে ন্যাশনাল পেনশন স্কিম। এই প্রকল্পের অধীনে সরকারি কর্মীদের নিজেদের বেতনের একটি অংশ পেনশন তহবিলে জমা রাখতে হয়। সরকারও ওই একই পরিমাণ অর্থ কর্মীদের পেনশন স্কিমে জমা রাখে। তারপর সেই জমানো টাকা থেকে অবসরের পর সামান্য পরিমাণ পেনশন দেওয়া হয় সরকারি কর্মীদের।

আরও পড়ুন-সন্তানহারাদের পাশে অভিষেক, প্রতিবাদে তাঁরাও দিল্লিতে

মজার কথা, এই পদ্ধতিতে শুধু সরকারি কর্মী নন, সাধারণ নাগরিকরাও পেনশনের সুবিধা পেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে পেনশন হিসাবে বাড়তি কোনও সুবিধা সরকারি কর্মীরা পাচ্ছেন না। অথচ পুরনো যে পদ্ধতি ছিল তা হল, অবসরের পর সরকারি কর্মীরা নিজের শেষ মূল বেতনের ৫০ শতাংশ মাসিক পেনশন হিসাবে পান। বাংলা সহ কিছু রাজ্য সরকার তা এখনও চালু রাখলেও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বন্ধ করা হয়েছে এই নিয়ম। যার জেরেই শুরু কর্মচারীদের আন্দোলন।

Latest article