প্রতিবেদন : ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ রাজ্যের একাধিক প্রকল্পের বকেয়ার দাবিতে রাজধানীতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সামিল হয়েছেন বঞ্চিত শ্রমিকরা। বাংলার শ্রমিকদের দাবি তুলে ধরে তৃণমূল সাংসদরাও ক্রমাগত সামাজিক মাধ্যমে বকেয়ার দাবিতে সোচ্চার ।
আরও পড়ুন-পুরনো পেনশন নীতি ফেরানোর দাবিতে রাজধানীতে আন্দোলনে সরকারি কর্মীরা
কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এক্স মাধ্যমে লিখেছেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি অবিলম্বে দরিদ্র জনগণের দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ ছেড়ে দেওয়ার জন্য। বাংলার মানুষকে অন্যায়ভাবে বঞ্চিত করার জন্য আমরা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছি।’ মহুয়া মৈত্র বলেন, আমরা আমাদের বিচারের লড়াই রাজধানীতে নিয়ে এসেছি। আর কোনো বঞ্চনা সহ্য করা হবে না। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এক্স মাধ্যমে বলেছেন, বাংলার মনরেগা এবং আবাস যোজনার বকেয়ার দাবিতে আমরা আমাদের জনগণের অধিকারকে দৃঢ়ভাবে রক্ষা করতে এবং বৈষম্যমূলক শক্তির মুখোমুখি হওয়ার জন্য রাজধানীতে যাত্রা শুরু করেছি। আমাদের দাবি পরিষ্কার— জনগণের জন্য ন্যায়বিচার।