গান্ধী জয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

প্রতি বছর দিল্লির রাজঘাটে গান্ধী জয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিতে সমবেত হন

Must read

আজ, সোমবার (২ অক্টোবর, ২০২৩) গোটা দেশ শ্রদ্ধা জানাচ্ছেন মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi)। জাতির জনকের জন্মদিবসে (Gandhi Jayanti) শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। আজ ‘জাতির জনক’ মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী। তিনি ‘অহিংসা’র শক্তিশালী নীতি কাজে লাগিয়ে ভারতের স্বাধীনতার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর সম্মানে, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুন, ২০০৭কে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করেছিল।

আরও পড়ুন-পুজোর ঢাকে কাঠি, অলঙ্কার শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

প্রতি বছর দিল্লির রাজঘাটে গান্ধী জয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিতে সমবেত হন। এদিন তাঁর জন্মদিবস উপলক্ষে এক্সে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি! তাঁর সত্য ও অহিংসার নীতিগুলি কেবল আমাদের অতীতকে রূপ দেয়নি বরং ন্যায় ও সাম্যের নিরলস সাধনায় আমাদের সামনের পথকে আলোকিত করে চলেছে। এই গান্ধী জয়ন্তীতে, আসুন আমাদের কর্মক্ষেত্রে তাঁর নীতিগুলিকে কার্যকর করি।’

 

আরও পড়ুন-অবিনাশ-তেজিন্দারের সোনা, ২২ পদক নিয়ে রেকর্ড অভিযান শেষ শ্যুটারদের

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘গান্ধী জয়ন্তীর পবিত্র উপলক্ষ্যে, আমার হৃদয় তাঁর প্রতি শ্রদ্ধায় ভরে ওঠে। তিনি আমাদের জাতিকে কেবল স্বাধীনতার দিকেই নিয়ে যাননি বরং ন্যায়ের পথপ্রদর্শক ছিলেন তিনি। গান্ধীজির সামাজিক ন্যায়বিচার এবং সমতার আদর্শ আজও ততটাই প্রাসঙ্গিক ঠিক তাঁর সময়ে যেমন ছিল। তিনি যে শান্তি, ভালবাসা এবং ঐক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন আসুন আমরা সেই পথ অনুসরণ করি। আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সমুন্নত থাকে এবং কেউ পিছিয়ে না থাকে!’

 

Latest article