অবিনাশ-তেজিন্দারের সোনা, ২২ পদক নিয়ে রেকর্ড অভিযান শেষ শ্যুটারদের

চলতি এশিয়ান গেমসে রবিবারও দাপট দেখালেন ভারতীয় ক্রীড়াবিদরা।

Must read

হাংঝাউ, ১ অক্টোবর : চলতি এশিয়ান গেমসে রবিবারও দাপট দেখালেন ভারতীয় ক্রীড়াবিদরা। দিনের প্রথম সোনা এসেছিল শুটিংয়ে। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জিতে নেন ভারতীয় শুটার ত্রয়ী কিনান দারিয়াস, জোরাবর সিং সান্ধু ও টি পৃথ্বীরাজ। মোট ৩৬১ পয়েন্ট স্কোর করে সোনা ছিনিয়ে নেন তাঁরা। শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও, শেষ তিন রাউন্ডে দারুণ স্কোর করে প্রথম স্থানে শেষ করে ভারত। ৩৫৯ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছে কুয়েত। ব্রোঞ্জজয়ী চিনের পয়েন্ট ৩৫৪।

আরও পড়ুন-টেস্ট পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন নয়, নির্দেশ পর্ষদের

এর কয়েক ঘণ্টা পরেই অবিনাশ সাবলে ভারতকে দ্বিতীয় সোনার পদক উপহার দেন। তিন হাজার মিটার স্টিপলচেজে ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা ছিনিয়ে নেন অবিনাশ। যা চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতের প্রথম সোনার পদক। সোনা জেতার পথে নতুন গেমস রেকর্ডও গড়েছেন অবিনাশ। দিনের তৃতীয় সোনা ভারতকে উপহার দেন তেজিন্দারপাল সিং তুর। তিনি পুরুষদের শটপাটে ২০.৩৬ মিটার দূরত্বে ছুঁড়ে সোনা জেতেন। প্রসঙ্গত, গত এশিয়াডেও শটপাটে সোনা জিতেছিলেন তেজিন্দার।

আরও পড়ুন-মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

এদিকে, মেয়েদের গলফে রুপো পেলেন ভারতের অদিতি অশোক। প্রতিযোগিতার অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে শেষ করা অদিতি নিয়েছেন মোট ২৬৭টি শট। শ্যুটিং থেকে আরও দু’টি পদক ভারতের ঘরে এসেছে। মেয়েদের দলগত ট্র্যাপ ইভেন্টে রুপো জেতেন ভারতের রাজেশ্বরী কুমারী, মনীষা কের এবং প্রীতি রজক। এ ছাড়াও ছেলেদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ পান কিনান দারিয়াস। সব মিলিয়ে এবারের এশিয়াডে শ্যুটিং থেকে এল মোট ২২টি পদক। এর মধ্যে ৭টি সোনা, ৯টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ।

আরও পড়ুন-আজ এএফসি ম্যাচে মোহনবাগান বনাম মাজিয়া

অ্যাথলেটিক্স থেকে আরও একটি পদক এদিন ঘরে তুলেছে ভারত। মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন হারমিলান বাইনস। ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অজয় কুমার সারোজ ও জিনসন জনসন। তবে মেয়েদের বক্সিংয়ের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল নিখাত জারিনকে।

Latest article