কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। আজ মঙ্গলবার আর্জি ‘মেনশন’ হতে পারে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অধিকর্তাকে নির্দেশ দিয়েছিলেন, ‘৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয়’ সেটা দেখার জন্য।
আরও পড়ুন-গরিবকে ভাতে মেরে প্রতিহিংসা কেন্দ্রের, দিল্লিতে এসেই প্রতিবাদ ওদের
আজ দুপুর সাড়ে ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মামলার শুনানি হবে । বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা। গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে সমন পাঠিয়েছে ইডি। তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল।
আরও পড়ুন-জোড়া গোলে বাঁচলেন কামিন্স
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট সেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অফিসার মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি সিনহা এদিন বলেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই পরিবর্তন না হয়।