কলকাতার এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এশিয়াটিক সোসাইটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা। বিজ্ঞপ্তি নম্বর TASK/2021/01, dated : 8 Oct, 2021 অনুযায়ী ২টি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ৯টি লোয়ার ডিভিশন ক্লার্ক, ১টি বাইন্ডার, ৫টি জুনিয়র অ্যাটেনডেন্ট পদে নিয়োগ করা হবে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদগুলোর জন্য আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। ৭ পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতনক্রম নির্ধারিত হবে সমস্ত পদগুলোর জন্য।
আরও পড়ুন-দিনহাটায় অভিষেকের সভা ঘিরে উন্মাদনা
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রি, লাইব্রেরি সায়েন্স নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে। ৩০ নভেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ৩২ এর মধ্যে।
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক উত্তীর্ণ এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। বয়স হতে হবে ২৭ এর মধ্যে।
বাইন্ডার পদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, এর সাথে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বয়স হতে হবে ২৭-এর মধ্যে।
জুনিয়র অ্যাটেনডেন্ট পদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ, বয়স হতে হবে ৩২ এর মধ্যে।
আরও পড়ুন-জিতল রিয়াল
প্রয়োজনীয় নথির কপি-সহ আবেদন পত্র পাঠাতে হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। আবেদন পত্রের খামের উপর পদের নাম লিখে দিতে হবে। স্পিড পোস্ট বা কুরিয়ারে পাঠাতে হবে। অন্য কোনোভাবে পাঠানো আবেদন গ্রাহ্য হবে না। আবেদন পত্রের ফরম্যাট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল— General Secretary, Asiatic Society, 1, Park Street, Kolkata – 16. আবেদনপত্রের নমুনা ডাউনলোড এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাবে www.asiaticsocietykolkata.org থেকে।