হৃদরোগে আক্রান্ত সুব্রত মুখোপাধ্যায়, এসএসকেএমে চিকিৎসাধীন

Must read

অসুস্থ তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউতে রয়েছেন ৭৬ বছরের সুব্রতবাবু।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। গতকাল, রবিবার চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন। আজ, সোমবার সকাল থেকে প্রবল শ্বাসকষ্ট হওয়ায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-এশিয়াটিক সোসাইটিতে নিয়োগ

হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ মণ্ডলের অধীনে চিকিৎসা চলছে রাজ্যের মন্ত্রীর। তৈরি করা হচ্ছে মেডিক্যাল বোর্ড। খুব স্বাভাবিকভাবেই তাঁর অনুগামীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

Latest article