সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সুতি–২ নম্বর ব্লকের হাপানিয়া গ্রামের স্থানীয় তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করল সুতি থানার পুলিশ (Suti Police Station)। প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ নিজের পোল্ট্রি ফার্মে বসে কাজ করছিলেন স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস (৪২)। আচমকাই তিনজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে তিন রাউন্ড গুলি চালায় প্রবীরকে লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় প্রবীর দাসকে মহিশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার জঙ্গিপুর আদালতে পেশ করা হবে। স্থানীয় সূত্রে দাবি, মৃত প্রবীর দাসের স্ত্রী রাখি দাসের সঙ্গে সুমন নামে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা প্রবীর জেনে ফেলায় বাড়িতে প্রায়শই অশান্তি হত। সূত্রের খবর, তিন সন্তানের মা রাখি দাসকে বিয়ে করার জন্য সুমন তার এক বন্ধুর সঙ্গে মিলে প্রবীর দাসকে খুন করার পরিকল্পনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, সুমন এবং তার বন্ধু পরিকল্পনা করে আজিনুর শেখ নামে এক ব্যক্তিকে প্রবীর দাসকে খুন করার জন্য সুপারি দেয়। অগ্রিম বাবদ একটি অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে আজিনুরকে দশ হাজার টাকা দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, প্রবীর দাসকে খুন করার সময় ব্যবহৃত বাইক, আগ্নেয়াস্ত্র সহ মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মৃত প্রবীর দাসের স্ত্রী রাখি দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন- দিল্লি প্রশাসনের বর্বরতার প্রতিবাদে গর্জে উঠল উত্তর