এগিয়েও হার ইস্টবেঙ্গলের

বেঙ্গালুরু এফসি ২ ইস্টবেঙ্গল ১ (সুনীল, জাভি) ‌(মহেশ)

Must read

প্রতিবেদন : বেঙ্গালুরু (Bengaluru FC-East bengal) থেকে শূন্য হাতে ফিরছেন ক্লেটন সিলভারা। বুধবার কান্তিরাভা স্টেডিয়ামে যা ফুটবল খেলেছে, তাতে ম্যাচটা থেকে অন্তত এক পয়েন্ট পেতেই পারত ইস্টবেঙ্গল। কিন্তু একগাদা সুযোগ নষ্টের খেসারত দিতে হল ম্যাচটা হেরে। অন্যদিকে, টানা ম্যাচে হারের পর, চলতি আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল বেঙ্গালুরু এফসি।

এদিন স্টপারে পারদোর সঙ্গে এশিয়াড খেলে ফেরা লালচুংনুঙ্গাকে জুড়ে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। খাবরাকে তুলে এনেছিলেন মাঝমাঠে। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরুটা ইতিবাচকভাবেই করেছিল লাল-হলুদ। বেঙ্গালুরুর সামনেও গোলের সুযোগ এসেছিল। ৬ মিনিটের মাথায় কার্টিস মেনের পাস থেকে বল পেয়ে ইস্টবেঙ্গল (Bengaluru FC-East bengal) বক্সে ঢুকে পড়েছিলেন সুনীল। কোনওরকমে পরিস্থিতি সামাল দেন লালচুংনুঙ্গা। ১১ মিনিটে লালচুংনুঙ্গার সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যান সুনীল। যদিও পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।
উল্টে ১৫ মিনিটেই মহেশের দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। নন্দকুমারের পাস থেকে বল পেয়ে স্লাভকো ও রোহিত কুমারকে টপকে যান মহেশ। এরপর বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে গুরপ্রীতকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। কিন্তু খুব বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি লাল-হলুদ। মিনিট পাঁচেকের মধ্যেই পেনাল্টি থেকে ১-১ করে দেন সুনীল ছেত্রী। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। ২৯ মিনিটে ক্লেটনের ফ্রি-কিক গুরপ্রীত হাত থেকে ছিটকে বেরলে, ফিরতি বল জালে জড়িয়েছিলেন নন্দকুমার। কিন্তু অফসাইডের জন্য সেই সেই গোল বাতিল হয়ে যায়। ৩৪ মিনিটে ক্লেটনের গড়ানে শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।

আরও পড়ুন- সতীর্থদের সঙ্গে চেন্নাইয়ে বিরাট

দ্বিতীয়ার্ধেও শুরু থেকে বেঙ্গালুরুকে চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। ৫৪ মিনিটে মহেশের গড়ানে ক্রস থেকে বল পেয়ে একা গুরপ্রীতকে পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে দেন নন্দকুমার। দু’মিনিট পরেই নন্দকুমারের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান গুরপ্রীত। ৬৩ মিনিটে বোরহার ভাসানো ক্রস থেকে খাবরার হেড বাইরে যায়।
উল্টে খেলার গতির বিরুদ্ধে ৭১ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু। বক্সের মধ্যে থেকে অসাধারণ ব্যাক ভলিতে গোল করে বেঙ্গালুরু স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এরপর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি ক্লেটনরা। গোলের জন্য মরিয়া কুয়াদ্রাত মাঠে নামিয়েছিলেন জেভিয়ার সিভেরিওকে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্টেই আটকে রইল লাল-হলুদ।

Latest article