সতীর্থদের সঙ্গে চেন্নাইয়ে বিরাট

Must read

চেন্নাই, ৪ অক্টোবর : দলের সঙ্গে চেন্নাইয়ে এলেন বিরাট কোহলি (Virat kohli)। তিনি গুয়াহাটি থেকে মুম্বই ফিরে গিয়েছিলেন ব্যক্তিগত কারণে।
চেন্নাইয়ে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। এই ম্যাচে রোহিতদের সামনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু সমস্যা হল যে, ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই এই ম্যাচে নামছে। গুয়াহাটি, তিরুবনন্তপুরমে দুটি প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টিতে।
বিরাট গুয়াহাটি থেকে সোজা মুম্বই ফিরে গিয়েছিলেন ব্যক্তিগত কারণে। তবে তিনি মঙ্গলবার রাতে তিরুবনন্তপুরমে ফেরেন ফটোশ্যুটের জন্য। তিরুবনন্তপুরমে আইসিসির ফটোশ্যুট ছিল। সেটা সেরে বিরাট দলের সঙ্গে যোগ দেন তিনি। পরে সতীর্থদের সঙ্গেই বিরাট বুধবার চেন্নাইয়ে এসেছেন।
তিরুবনন্তপুরমে বিরাটের খেলা না খেলা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। বোর্ডের তরফে তাঁর খেলা নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। পরে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি তিরুবনন্তপুরমে আসছেন। সেখান থেকে দলের সঙ্গে চেন্নাই যাবেন।
গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে খেলা না হলেও ভারতীয় দল প্র্যাকটিসের সুযোগ পেয়েছিল। কিন্তু বিরাট (Virat kohli) মুম্বই ফিরে যাওয়ায় প্র্যাকটিসের কোনও সুযোগ পাননি। বুধবার ট্র্যাভেল ডে থাকায় প্র্যাকটিস করেনি ভারতীয় দল। ফলে বিরাট দলের সঙ্গে প্র্যাকটিসে নামবেন বৃহস্পতিবার।

আরও পড়ুন-এশিয়ান গেমসেও জ্যাভলিনে সোনা পেলেন নীরজ চোপড়া

Latest article