শেষ বিশ্বকাপ, রোহিতেরই ট্রফি, ঘোষণা করে দিলেন সৌরভ

Must read

নয়াদিল্লি, ৪ অক্টোবর : রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত ১০০ শতাংশ সঠিক। সাফ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, অশ্বিন অসাধারণ স্পিনার। সম্ভবত বিশ্বের সেরা অফস্পিনার। ভারতের সেরা স্পিনার তো বটেই। আমি সব সময় বিশ্বাস করে এসেছি, পঞ্চাশ ওভারের ফরম্যাটে বিশেষজ্ঞ স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অক্ষর প্যাটেল চোট না পেলে কী হত জানি না। তবে অশ্বিনকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত সঠিক। খুব ভাল এবং ইতিবাচক একটা সিদ্ধান্ত।
একই সঙ্গে রোহিত শর্মাদের কাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সৌরভের (Sourav ganguly) বক্তব্য, এই ভারতীয় দলটা অত্যন্ত শক্তিশালী। এই মুহূর্তে খুব ভাল ছন্দেও রয়েছে। গত দেড় মাস রোহিতদের জন্য খুব ভাল কেটেছে। ওরা এশিয়া কাপ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করছে। আমি ভীষণভাবে আশাবাদী।

আরও পড়ুন- এগিয়েও হার ইস্টবেঙ্গলের

দীর্ঘদিন হয়ে গেল কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। শেষবার সাফল্য এসেছিল সেই ২০১৩ সালে। সৌরভ বলছেন, এমনটা হয়েই থাকে। ২০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। তবে পাকিস্তানের কাছে হেরে যায়। ২০১৯ বিশ্বকাপেও দলটা দুর্দান্ত খেলেছিল। যদিও সেমিফাইনালে হারতে হয়। আমি আশা করি, এবারের বিশ্বকাপ ম্যাচগুলোর গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা জ্বলে উঠবে। রোহিতরা ফাইনালে উঠবে এবং কাপও জিতবে।
রোহিতের নেতৃত্বের প্রশংসা করে সৌরভ আরও বলেন, রোহিত খুব ভাল অধিনায়ক। দু’বার এশিয়া কাপ জিতেছে। অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আমার ধারণা, অধিনায়ক হিসেবে এটাই রোহিতের শেষ বিশ্বকাপ। আশা করছি, ও ট্রফি জিতেই শেষ করবে।

Latest article